ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশজুড়ে অক্সিজেনের জোগান ও বণ্টনে নজর রাখতে গঠন করা হল ১২ সদস্যের টাস্কফোর্স। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এম আর শাহের ডিভিশন বেঞ্চের নির্দেশে গঠিত হয় এই টাস্কফোর্স। করোনা চিকিৎসায় অক্সিজেনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের জোগানের ওপর নজরদারিও করবে ওই টাস্কফোর্স। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে ১২সদস্যের জাতীয় টাস্কফোর্স।
Supreme Court bench, headed by Justice DY Chandrachud, in its order, constituted a National Task Force (NTF) to assess, recommend the need and distribution of oxygen for the entire country. pic.twitter.com/Bw0VSSHRgE
— ANI (@ANI) May 8, 2021
আরও পড়ুনঃ রেমডিসিভিরের চরম আকালে জরুরীভিত্তিতে অনুমোদন পেল করোনার নতুন ওষুধ ২DG
কোভিডের দ্বিতীয় সংক্রমণের জেরে দেশজুড়ে পরিস্থিতি খুবই ভয়াবহ। অক্সিজেনের অভাব নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, দায়ের হয়েছে একাধিক মামলা। এই পরিপেক্ষিতেই সুপ্রিম কোর্ট গঠন করল জাতীয় এই টাস্কফোর্স।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584