নিজস্ব সংবাদদাত,দক্ষিন দিনাজপুরঃ
রাতে হোটেল থেকে এগারোজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ। কাল রাত এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে হানা দেয় তারা। ধৃতদের কাছ থেকে মহারাষ্ট্রের নম্বর প্লেট লাগানো গাড়ি উদ্ধার করা হয়েছে।
কী কারণে তারা বুনিয়াদপুরে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, দিন তিন-চারেক আগে হোটেলটিতে ওঠে এই এগারোজন। তারা নিজেদের ব্যথা উপশমের তেল বিক্রেতা বলে পরিচয় দেয়। তাদের বাড়ি উত্তরপ্রদেশ ও বিহারে পুলিশ সূত্রে জানা খবর অনুযায়ী।প্রত্যেকেরই বয়স ২৫ থেকে ৫০-এর মধ্যে।
গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় তাদের ঘুরতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। থানায় খবর দেওয়া হয়। আর আজ ওই হোটেলটিতে হানা দেয় পুলিশ। কথায় অসঙ্গতি থাকায় ওই এগারোজনকেই আটক করা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584