নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার কৃষি আইন জারিতে স্থগিতাদেশ দিয়ে পর্যালোচনার জন্য কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই কমিটির চার সদস্যই কৃষি আইনের পক্ষে বলে দাবি কৃষক সংগঠনগুলির। কমিটির বৈঠকেও তাঁরা অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এইসব কিছুর মধ্যে, বুধবার ৫০ দিনে পা রাখল কৃষক আন্দোলন।
শীর্ষ আদালতের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি আগামী ১০ দিনের মধ্যে শুনানি শুরু করবে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ ওই প্যানেলকে দু’মাস সময় দিয়েছে। দু’মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে।
সেই রিপোর্টের উপর ভিত্তি করে এই মামলার চূড়ান্ত রায় দেবে শীর্ষ আদালত। পাশাপাশি, সুপ্রিম কোর্ট বুধবারের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিয়ে কোনও নিষিদ্ধ সংগঠন কৃষক আন্দোলনে জড়িত রয়েছে কিনা তা জানানোর নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ কোন মধ্যস্থতা নয়, আইন বাতিলের দাবিতেই অনড় কৃষকরা
কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে মধ্যস্থতার জন্য কৃষি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। কমিটিতে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ অশোক গুলাটি, প্রমোদ জোশী, অনিল ঘানওয়াত ও ভূপিন্দর সিং মান।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি পদে শিশিরের পরিবর্তে সৌমেন
কৃষকরা জানিয়েছেন প্রথমত এই চারজনই কেন্দ্রের আস্থাভাজন,দ্বিতীয়ত কমিটির সদস্য পরিবর্তন করা হলেও তাঁরা কোন রকম মধ্যস্থতার রাস্তায় হাঁটবেন না।
অল ইন্ডিয়া কিষাণ সংহতি সমন্বয় কমিটির (এআইকেএসসিসি) জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “এটা স্পষ্ট যে একটি কমিটি গঠন করেও আদালত বিভিন্ন বাহিনী দ্বারা বিভ্রান্ত হচ্ছে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584