নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
দুই বাসের মধ্যে রেষারেষি আর তারই ফাঁদে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে নয়নজুলিতে উলটে গেল।
ঘটনাটি ঘটেছে সোমবার ঝাড়গ্রাম জেলার লালগড় ও রামগড়ের মাঝে দলিতপুরে। ঘটনার জেরে আহত হয়েছে একটি বাসের চালক সহ প্রায় ২০-২১ জন যাত্রী। তাদের চিকিৎসার জন্য স্থানীয় রামগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মেদিনীপুর স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন মেদিনীপুর – রামগড় রুটের অতিথি নামে একটি বাস মেদিনীপুর থেকে লালগড় হয়ে রামগড় যাওয়ার পথে জ্বলেশ্বর নামে একটি বাস কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দলিতপুরের ওখানে রাস্তার পাশে নয়ানজুলীতে উলটে যায়। সেই সময় বাসটিতে প্রায় ৪০-৪২ জন যাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী ও আহত বাসের যাত্রীরা জানান, অতিথি বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল আগের বাসটিকে ওভারটেক করার জন্য। একটা স্থানে ওভারটেক করতে গিয়ে আগের বাসটির পিছনে গিয়ে ধাক্কা মেরে উলটে যায়।
আরও পড়ুনঃ তড়িতাহত হয়ে শিক্ষকের মৃত্যু, শোকস্তব্ধ গ্রাম
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে রামগড় ফাঁড়ির পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584