ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিভিন্ন রাজ্যে লকডাউন বা লকডাউনের মত পরিস্থিতিতে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের খাদ্য ও পরিবহন নিশ্চিত করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে দায়ের করা সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ, হর্ষ মন্দার ও জগদীপ ছোকরের মামলায় বিচারপতি জাস্টিস অশোক ভূষণ ও জাস্টিস এমআর শাহ রাজধানীর দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল সহ উত্তরপ্রদেশ ও হরিয়ানা সরকার ও প্রশাসনকে পরিযায়ী শ্রমিকদের রেশন হিসাবে শুকনো খাবার দেওয়ার নির্দেশ দেন।
BREAKING : Supreme Court issues directions to provide dry ration to migrant workers in National Capital Region.
GNCTD, UP and Haryana Govts(for districts in NCR) to open community kitchens for stranded migrant workers and to ensure adequate transport for them. pic.twitter.com/mA7nl6enHo— Live Law (@LiveLawIndia) May 13, 2021
সঙ্গে বিচারপতিরা এটাও পরিষ্কার করে দেন যে এই খাদ্যবস্তু বিতরনের সময় যেন পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র নিয়ে হয়রানি না করা হয়। এক্ষেত্রে শ্রমিকদের নিজেদের ঘোষণায় যথেষ্ট বলে গণ্য করতে হবে।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে আরও ১৬দিন বাড়ল আংশিক লকডাউনের মেয়াদ
শ্রমিকরা যাতে বাড়ি ফিরতে চায় সেক্ষেত্রে প্রশাসন রেল অথবা গণপরিবহনের মাধ্যমে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করবে। একইসঙ্গে এই সমস্ত এলাকায় পরিযায়ী শ্রমিক দের দুবেলা রান্না করে খাবার দেওয়ার ব্যবস্থা করার জন্য কমিউনিটি কিচেন খোলারও নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584