শিবশংকর চ্যাটারর্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
আজ ২১ জুন ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক এই দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর থেকে ভারতবর্ষের সবচেয়ে পুরনো এই চিকিৎসা বিজ্ঞানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সাথে পালিত হয় গোটা বিশ্বে।
আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ বিভাগের সহায়তায় বালুরঘাটের গুলমোহর অনুষ্ঠান গৃহে মহাসমারোহে দিনটি পালন করা হয়। এই অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পড়ুয়াদের সাথে মিলে এসএসবির জওয়ানদের যোগা দিবস উদযাপন
অনুষ্ঠানেটিতে ক্ষুদে যোগ শিল্পীরা কঠিন কঠিন যোগাসন করে সকলকে তাক লাগিয়ে দেয়।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত বালুরঘাট হাসপাতালে প্রশিক্ষণরত ভাবি নার্স ও অন্যান্যরা যোগাভ্যাস করেন।
এছাড়াও বালুরঘাট হাইস্কুল মাঠ সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে শ্রদ্ধার সাথে পালন করা হয় বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584