৭ই আগস্টের মধ্যে এনআইওএস ২০২০ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

0
141

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

আগামী ৭ আগস্টের মধ্যে এনআইওএস ২০২০ পরীক্ষার  ফলাফল প্রকাশ করতে হবে। এই মর্মে নির্দেশ দিল ভারতের সর্বোচ্চ আদালত।

বুধবার সুপ্রিম কোর্টের জাস্টিস এ এম খানওয়ালিকার, জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওপেন স্কুলিং সংক্ষেপে এনআইওএসে পাঠরত দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের আবেদনের ভিত্তিতে এই রায় প্রদান করে।

 

গত ১০ই জুলাই এনআইওএস কর্তৃপক্ষ করোনা পরিস্থিতিতে এনআইওএস ২০২০ পরীক্ষা বাতিল ঘোষণা করে।  করোনা আবহে পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখেই এনআইওএস পরীক্ষা বাতিল ঘোষণা করে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওপেন স্কুলিং (এনআইওএস)। এই ঘোষণার পাশাপাশি তখন জানানো হয়, প্রতিষ্ঠানের নির্দিষ্ট কমিটির স্থির করা মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তিতে পরে পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

ঐদিন ঘোষণায় আরও বলা হয়, যে সমস্ত পড়ুয়া এনআইওস ২০২০ পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে, তাঁরা পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পরবর্তী পাবলিক / অন ডিমান্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে। তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর পক্ষ থেকে এও বলা হয়েছে যে, পরবর্তী পরীক্ষা কবে হবে তা এই মুহূর্তে জানানো সম্ভব নয়। পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করা হবে।

আরও পড়ুন:সুপ্রিমকোর্টে সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরু ভিডিও কন্ফারেন্সিং-এ

এমতাবস্থায় আবেদনকারীর দাবি ছিল একই পরিস্থিতিতে সিবিএসসি ও আইসিএসই বোর্ড তাদের ফল প্রকাশ করেছে। এক্ষেত্রে পরীক্ষা যখন বাতিল ঘোষণা করা হয়েছে তখন যত শীঘ্র সম্ভব ফল প্রকাশ করা উচিত, যাতে করে দেশে বা বিদেশে উচ্চশিক্ষায় ভর্তিতে এনআইওএসের ছাত্রছাত্রীরা বঞ্চিত না হয়।সেই আবেদনের ভিত্তিতেই এই রায়দান। এদিন আবেদনকারীর পক্ষে সওয়াল-জবাব করেন এওআর গুন্টুর প্রমোদকুমার, আইনজীবী অমিত জর্জ, অরুণাভ গাঙ্গুলি, কিলারু দিলীপ ও প্রেরণা সিং ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here