কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় তথা বঙ্গ ব্রিগেডদের লড়াই শেষ মুহূর্তে মাঠে মারা গেল ঈশান পন্ডিতার গোলে। মঙ্গলবার গোয়ার বোম্বেলিম আন্তর্জাতিক অ্যাথলেটিক স্টেডিয়াম আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গল ০-১ গোলে পরাজিত হল জামশেদপুর এফসির বিরুদ্ধে।
আইএসএলে গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের সহকারী কোচ রেনিডি সিং প্রথম থেকে ভারতীয় টিকিটকে মাঠে নামান। ৪-১-৪-১ ফর্মে খেলা শুরু করে রক্ষণে হীরা মন্ডল, সৌরভ, অঙ্কিত ও আদিল। দুরন্ত ফুটবল খেলে জামশেদপুরের আক্রমন ভাগের বিদেশিদের ৮৮ মিনিট পর্যন্ত আটকে রাখেন। প্রথমার্ধে দুই দল সেরকম কোন সুযোগ পাননি। দুই দলের বল বেশিরভাগ সময় মাঝ মাঠে ঘোরাফেরা করে। কোন দলই গোল লক্ষ্য করে একটা শট নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় স্টুয়ার্টের কাছ থেকে মারের হেড ক্রসবার থেকে ফিরে আসে। এক মিনিট পর এসসি ইস্টবেঙ্গল হুকিপের শর্ট জামশেদপুরের গোলকিপার আটকে দেয়।
Eat. 𝐒𝐜𝐨𝐫𝐞 𝐥𝐚𝐭𝐞 𝐠𝐨𝐚𝐥𝐬. Sleep. Repeat. 😎#JFCSCEB #HeroISL #LetsFootball | @JamshedpurFC @_ishanpandita_ pic.twitter.com/lsmey69F8M
— Indian Super League (@IndSuperLeague) January 11, 2022
ম্যাচের ৫৭ মিনিটে ইস্টবেঙ্গলের আদিল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান। তার পরিবর্তে সহকারী ও অস্থায়ী কোচ রেনিডি সিং বিদেশি ফুটবলার সিডলকে মাঠে নামিয়ে দেন। এই সময় বারকয়েক আক্রমণ ইস্টবেঙ্গলের গোলকিপার অরিন্দম দুর্দান্ত ভাবে সেভ করেন। কিন্তু আক্রমণভাগে তেমন কোনো পজিটিভ গোল করার খেলোয়াড় না থাকার জন্য ভুগতে হয় ইস্টবেঙ্গলকে। এই সময় দলের কোচ মহেশের পরিবর্তে বলবন্তকে মাঠে নামান। তবে পরিবর্তন করে কোনো লাভ হয়নি অপরদিকে জামশেদপুর কোচ লিমা এবং সুপার টোয়েলভ ঈশান পণ্ডিতা নামিয়ে আরো আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে।
Past the 3️⃣5️⃣-min mark, nothing to separate the two sides yet 👀#JFCSCEB #HeroISL #LetsFootball | @JamshedpurFC @sc_eastbengal pic.twitter.com/d3a14aI2FE
— Indian Super League (@IndSuperLeague) January 11, 2022
আরও পড়ুনঃ ধোনির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন পাক স্পিড স্টার হারিস রউফ
৮৮ মিনিটের ঈশান পন্ডিতা একমাত্র জয়সূচক গোল করে জামশেদপুরকে লীগ তালিকায় আবার শীর্ষস্থান নিয়ে আসে। বাঙালি ফুটবলারদের গতবারের চেয়ে ব্রিগেডের লড়াই বৃথা যায় ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটির ম্যাচে যেখান থেকে শেষ করেছিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুনঃ আইপিএলের স্পনসর থেকে সরে দাঁড়াল ভিভো, নতুন দায়িত্বে দেশীয় সংস্থা টাটা
এদিন তারপর থেকে শুরু করে হীরা মন্ডল আদিল, অঙ্কিত, সৌরভ প্রভৃতি ভারতে ব্রিগেডের সামনে জামশেদপুরের বিদেশি ফুটবলাররা আটকে যায়। ১১ ম্যাচে এখন পর্যন্ত কোন জয়ের মুখ না দেখলে সহকারী কোচ রেনেডি সিংয়ের লড়াই মনে রাখার মতন। লীগ তালিকায় এসসি ইস্টবেঙ্গল ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকলেও গত দুই ম্যাচে নজর কেড়েছে ভারতীয় ফুটবলারদের লড়াই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584