কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
নতুন বছরেও জয় অধরা রইল ইস্টবেঙ্গলের। মঙ্গলবার গোয়ার বোম্বে লিন স্টেডিয়ামে আইএসএলে কলকাতা ইস্ট বেঙ্গল ও বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচ ১-১ গোলে শেষ হয়। বছর পরিবর্তন হলেও ইস্টবেঙ্গল যে তিমিরে ছিল সেখানেই রয়েছে, নতুন বছরেও জয়ের মুখ দেখল না ইস্টবেঙ্গল। নতুন বছরের কোন পরিবর্তন লক্ষ্য করা হয়নি দলের মধ্যে। রক্ষণভাগের কিছু ফাঁকফোকরে পরিবর্তন লক্ষ্য করা গেলেও দলটির কোন পরিবর্তন চোখে পড়েনি দর্শকদের।আইএসএল লীগে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা।ইস্টবেঙ্গল ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে লীগ তালিকায় শেষে রয়েছে।
এদিন ম্যাচে প্রথম থেকে রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা গেল ইস্টবেঙ্গলকে। কিন্তু গতির বিরুদ্ধে ম্যাচের ২৮ মিনিটের মাথায় সেম্বই দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেয়। এরপর বেঙ্গালুরু এফসি গোল শোধ করার জন্য তেড়ে-ফুঁড়ে আক্রমণে উঠে কিন্তু বারবারই কলকাতার ইস্টবেঙ্গলে বক্সে আটকে যায় তাদের আক্রমন। এদিন ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দুর্দান্তভাবে নেতৃত্ব দেয় দুই বঙ্গসন্তান হীরা মণ্ডল ও সৌরভ দাস ।
Both the teams are pushing hard for the winner! 💪🏻#BFCSCEB #HeroISL #LetsFootball | @bengalurufc @sc_eastbengal pic.twitter.com/4OfC60aLER
— Indian Super League (@IndSuperLeague) January 4, 2022
প্রথমার্ধে এগিয়ে থাকে কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৬মিনিটের মাথায় বল ক্লিয়ার করতে গিয়ে সৌরভ দাস নিজের গোলে বল জড়িয়ে দেন।সৌরভের আত্মঘাতী গোলে ব্যাঙ্গালোর এফসি ম্যাচে সমতায় ফেরে। বল পজিশনে ব্যাঙ্গালোর এফসি ইস্টবেঙ্গল থেকে অনেকটা এগিয়ে থাকলেও আজকের ম্যাচটিতে দুই দলকে আগরতলা দেখাচ্ছিলো। এককথায় পরিকল্পনাবিহীন ফুটবল ম্যাচ বলতে যা বোঝায়, ইস্টবেঙ্গল মাত্র তিনটি শট মারে পুরো ৯০ মিনিটের মাথায়।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত লিওনেল মেসি সহ পিএসজি-র চার ফুটবলার
ম্যাচে অপরদিকে একই অবস্থা ব্যাঙ্গালোর এফসির। তবে মারমেড়ে ম্যাচের মধ্যে নজর কাটলো বঙ্গসন্তান হীরা মণ্ডল দারুন ফুটবল উপহার দেয় দর্শকদের। ম্যাচের ৭২মিনিটের মাথায় সুনীল ছেত্রীর শর্ট গোল লাইন থেকে দারুণভাবে সেভ করেন।
কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের ভাগ্য ফিরল না। এদিনের ম্যাচের পরও জয় অধরাই রইল তাদের। লিগ টেবিলে পাঁচ পয়েন্ট পেয়ে লীগ তালিকায় শেষ স্থানে রয়েছে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব।
আরও পড়ুনঃ ডিসেম্বর মাসে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ, CMIE বলছে কর্মসংস্থানে সম্পূর্ণ ব্যর্থ অর্থনীতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584