আবারও হারলো ইস্টবেঙ্গল

0
56

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

আবার খালি হাতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। সোমবার গোয়ার তিলক ময়দানে আইএসএল লীগে কেরালা ব্লাস্টারের কাছে ১-০গোলে হেরে যায়। লীগ তালিকায় ১০ নম্বর ধরে রাখলো লালহলুদ দল। কলকাতা ইস্টবেঙ্গল এদিন ম্যাচের শুরু থেকেই ছন্ন ছাড়া ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। যদিও কেরালা ব্লাস্টারকে কয়েকবার গোলমুখে হতে দেখা গিয়েছিল, সে তুলনায় ইস্টবেঙ্গল এদিন সাদামাটা ফুটবল খেলে। মূলত দুই দলের বল মাঝ মাঠের মধ্যে সীমাবদ্ধ ছিল।

SC Eastbengal

প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোটা চারেক সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতে পারেনি। ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার পেরোসেভিচ বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করলেও আক্রমণভাগের খেলোয়াড়রা গোল করতে ব্যর্থ হন।অপরদিকে কেরালা ব্লাস্টার বেশ কয়েকবার গোল করা জায়গায় চলে গিয়েছিল কিন্ত ইস্টবেঙ্গল গোলরক্ষক শংকর অনবদ্য সেভ করেন। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয় দ্বিতীয়ার্ধের শুরুতে কেরালা ব্লাস্টারকে অনেকটা গোছালো ফুটবল খেলতে দেখা যায়। ম্যাচের ৪৯মিনিটের মাথায় লালথাথ্যাংগার কর্নার থেকে সিপোভিচ হেডে দুরন্ত গোল করে কেরালা ব্লাস্টারকে ১-০গোলে এগিয়ে দেন। গোলের পর ইস্টবেঙ্গল চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি।

এদিন ইস্টবেঙ্গল কোচ মারিও জুনিয়র ফুটবলারদের প্রাধান্য দেন বেশ কয়েকজন ফুটবলারকে মাঠের বাইরে রেখে দল গড়েন। এদিনের ম্যাচে কলকাতা লিগের আবিষ্কার রাহুল পাশওয়ান অভিষেক ঘটে আইএসএলে। অভিষেক ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হন। দিনের সহজ গোলের সহজ সুযোগ তিনি নষ্ট করেন।

আরও পড়ুনঃ রেকর্ড দামে বিক্রি সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড! সোয়া আট কোটিতে দলে টেনেছে মুম্বাই

এদিনের ম্যাচ হারার ফলে আইএসএল লীগ তালিকায় ১০নম্বরে থেকে যায় নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে গোল পার্থক্যের সুবাদে। কেরালা ব্লাস্টার তিন পয়েন্টের সাথে লীগ তালিকায় চার নম্বরে উঠে আসেে। ম্যাচের সেরা পুইটিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here