২৮ সেপ্টেম্বরের মধ্যে মোরেটরিয়াম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

“মোরিটোরিয়াম” নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত সময় নির্ধারণ করে দিলো সুপ্রিম কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে কেন্দ্রকে। করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউনের সময় সাধারণ মানুষকে স্বস্তি দিতে ছয় মাসের জন্য ঋণের কিস্তি স্থগিত (ইএমআই মরিটোরিয়াম) রাখার সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাংক।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

এই সুবিধা যাঁরা নিয়েছিলেন পরবর্তী কালে বুঝতে পারেন এতে তাঁদের কোনো সুবিধাই দেওয়া হয়নি, উল্টে ঘাড়ে চেপে বসেছে সুদের ওপর সুদের বোঝা। অর্থাৎ ইএমআই ছয় মাস স্থগিত রাখলে সুদের ওপর সুদ চড়িয়ে হিসাব করবে ব্যাংক এবং সুদের পরিমাণ বাড়বে কয়েকগুণ।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ু সেনায় রাফালের অন্তর্ভুক্তি

এই নিয়ে একাধিক মামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্র ও রিজার্ভ ব্যাংককে চূড়ান্ত সময়সীমা স্থির করে দিলো সর্বোচ্চ আদালত। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ে কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাংককে তাদের যাবতীয় পরিকল্পনা জানিয়ে সে তথ্যাবলী জমা করতে হবে সুপ্রিম কোর্টে, জানিয়ে দেন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ।

আরও পড়ুনঃ প্রতিরক্ষায় বর্ধিত বিদেশি বিনিয়োগে পর্যালোচনার নিদান কেন্দ্রের

২৫ মার্চ দেশে লকডাউন শুরু হয়, সেই সময় প্রথমে তিন মাসের জন্য যেকোন ধরণের ব্যাংক লোনে ইএমআই স্থগিত রাখার সুবিধার কথা জানায় রিজার্ভ ব্যাংক পরে তা বাড়িয়ে আরও তিন মাস অর্থাৎ ছয় মাস গ্রাহকদের এই সুবিধে দেওয়ার কথা জানায় রিজার্ভ ব্যাংক। যাঁরা প্রথমে এই সুবিধে নিয়েছিলেন তাঁরা পরে বুঝতে পারেন ঘোষণার সময় যা উহ্য রাখা হয়েছিল তা হলো, এই ছয় মাসের সুদ বাকি কিস্তির সুদের সাথে যোগ হবে একই রেট অফ ইন্টারেস্টের হিসাবে।

স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। একাধিক মামলা হয় সারা দেশে, এদিকে রিজার্ভ ব্যাংক জানায় এই ছয় মাসের সুদ মকুব করতে গেলে দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর প্রবল চাপ আসবে তা সামলানো কঠিন হবে।

এই সবকটি মামলা একত্রিত করে শুনানি চলছে সুপ্রীম কোর্টে, বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে। এর আগে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে এই বিষয় নিয়ে, কিভাবে গ্রাহকদের স্বস্তি দেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে। তারপরেও কোনো সিদ্ধান্তে আসতে না পারায় চূড়ান্ত সময়সীমা স্থির করে দিলো সুপ্রিম কোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here