কোভিড রোগীর বাড়িতে পোস্টার সাঁটানো অস্পৃশ্যতাকে ইন্ধন দেওয়া, কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কোভিড রোগীদের চিহ্নিত করে তাঁদের বাড়ির বাইরে পোস্টার সেঁটে দেওয়া যাবে না, স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কোভিড রোগীদের বাড়িতে পোস্টার সাঁটানো হলে তাঁরা সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, সমাজের অস্পৃশ্যতার শিকার হবেন। আজকের দিনে এমন চিন্তাধারা মেনে নেওয়া যায় না।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে জানান হয় যে দেশজুড়ে এই নিয়ম এখনও চালু হয়নি। সলিসিটর জেনারেল বলেন, কোভিড রোগীর বাড়িতে পোস্টার দেওয়া কোনোভাবেই তাঁকে ছোট করা কিংবা সামাজিক ভাবে বিচ্ছিন্ন করা নয়। আশেপাশের অন্যান্যরা যাতে সাবধান হতে পারেন, সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে কারণেই একথা ভাবা হয়েছিল।

আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, মোদীর ডাকে সর্বদল বৈঠক শুক্রবার

বিচারপতি অশোক ভূষণ, সুভাষ রেড্ডি এবং এম আর শাহ-এর বেঞ্চ বলেন, বাস্তব পরিস্থিতি অনেকটাই আলাদা। এরকম ধরনের কোনো পোস্টার কোভিড রোগীদের বাড়িতে দেওয়া হলে তাঁরা সমাজের চোখে ‘অস্পৃশ্য’ হয়ে পড়বেন।

আরও পড়ুনঃ বিজ্ঞান ভবনে সরকারের সাথে আলোচনায় কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ

কেন্দ্রের হয়ে সওয়াল করা সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান বিভিন্ন রাজ্য তাদের নিজেদের মতো করে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানোর চেষ্টা করছে। কেন্দ্র যেন কোভিড নির্দেশাবলীতে এই ধরনের কোনো বিধি উল্লেখ না করে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here