নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ধর্মান্তরকরণ আইন চালু করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার। এবার সেই আইনের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। তাই ধর্মান্তকরণ বিরোধী আইনের ব্যাখ্যা চেয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের কাছে নোটিস পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে নোটিস ধরানো হয়েছে কেন্দ্রকেও। ৪ সপ্তাহ পর এই বিষয়টি নিয়ে ফের শুনানি হবে প্রধান বিচারপতি এস এ বোবদের এজলাসে।
ভিন ধর্মে বিয়ে রুখতে বহু দিন ধরেই সরব দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তুলে ধরা হচ্ছে ‘লাভ জিহাদ’-এর তত্ত্ব। মূলত হিন্দু ঘরের মেয়েদের মুসলিম সম্প্রদায়ের ছেলেদের সঙ্গে বিয়ে হওয়াতেই প্রবল আপত্তি প্রতিবাদীদের।
ধর্মান্তরিত করার লক্ষ্যেই হিন্দু মেয়েদের প্রেম করে ফাঁসিয়ে বিয়ে করেন মুসলিম যুবকরা, এমনটাই দাবি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলির। অবশ্য মুসলিম মেয়েদের হিন্দু ঘরে বিয়েকে এই আইনের অন্তর্ভুক্ত করতে নারাজ তারা।
আরও পড়ুনঃ যোগী রাজ্যে গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে হত্যা বছর পঞ্চাশের প্রৌঢ়াকে
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের আনা ধর্মান্তরবিরোধী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা হয়েছে। মামলাকারীদের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস সহ রয়েছেন আইনজীবী বিশাল ঠাকরে, অভয় সিং যাদব, প্রাণবেশ।
আরও পড়ুনঃ জিও টাওয়ারে হামলা, ব্যবস্থা নেওয়ার জন্য নোটিস জারি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের
তাঁদের অভিযোগ, দেশের সংবিধানে যেখানে ধর্ম নিরপেক্ষতা, সমানাধিকার এবং বৈষম্যহীনতার কথা বলা রয়েছে, সেখানে এই ধরনের আইন একেবারেই যুক্তিযুক্ত নয়। এই আইনের উপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু এদিন তাঁদের সেই আর্জি খারিজ করে দেন প্রধান বিচারপতি এস এ বোবদে। বদলে দুই রাজ্য-সহ কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584