নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেরল পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআইকে তদন্তভার দিল বিচারপতি খানউইলকরের বেঞ্চ।প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি ফাঁস করার অভিযোগে ২৪ বছর আগে ভারতীয় মহাকাশ বিজ্ঞানী নাম্বি নারায়ণনকে গ্রেপ্তার করে কেরল পুলিশ।
সেসময় ইসরো-তে কর্মরত ছিলেন তিনি। উপগ্রহ উৎক্ষেপণ-এর আগে ‘ফ্লাইট টেস্ট ডেটা’ বিপুল অর্থের বিনিময়ে মালদ্বীপের দুই মহিলার মাধ্যমে বিদেশে বিক্রি করে দিয়েছেন নাম্বি এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে কেরল পুলিশ। ইসরোর আরেক গবেষক ডি শশীকুমারনের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। সেসময় কেরলের জেলে প্রায় ৫০ দিন বন্দি ছিলেন বিজ্ঞানী নাম্বি নারায়ণন। জেলে তাঁর উপর অকথ্য অত্যাচার করে কেরল পুলিশ, এমনই অভিযোগ করেন নাম্বি।
আরও পড়ুনঃ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিন মঞ্জুর
পরবর্তীতে এই মামলার দায়িত্ব যায় সিবিআই-এর হাতে, তদন্তের পরে সিবিআই জানায় ডক্টর নারায়ণন নির্দোষ। সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে ১৯৯৪ সালে আদালত বেকসুর খালাস করে তাঁকে এবং ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। এরপর তাঁর ওপর অনর্থক অত্যাচার চালানোর অভিযোগে ও তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে কেরল হাইকোর্টে মামলা করেন নাম্বি।
সেই আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলার ভিত্তিতেই নতুন রায় দেয় সুপ্রিম কোর্ট। ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তার পাশাপাশি, পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন ‘জৈন কমিটি’ তৈরি করে সুপ্রীম কোর্ট। এবারে ‘জৈন কমিটি’র রিপোর্টের ভিত্তিতে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। ‘জৈন কমিটি’র রিপোর্ট সিল করা অবস্থায় সিবিআই -এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584