সিদ্দিক কাপ্পানকে মথুরা জেল থেকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি শীর্ষ আদালতের

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার কেরালা সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য উত্তরপ্রদেশের মথুরা জেল থেকে দিল্লির সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি দিল শীর্ষ আদালত।তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল অথবা এইমস অথবা দিল্লির যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেয় কোর্ট।

siddique kappan | newsfront.co
সিদ্দিক কাপ্পান। ফাইল চিত্র

প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে আবার মথুরার ফিরিয়ে আনা হবে।সিদ্দিকের রেহাইয়ের আবেদন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেরালা ইউনিয়ন অফ ওয়ার্কিং জারনালিস্ট। সলিসিটার জেনারেল তুষার মেহতার প্রবল আপত্তি সত্ত্বেও সিদ্দিককে দিল্লির সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি এনভি রামানা,জাস্টিস সূর্যকান্ত ও জাস্টিস এএস বোপান্নার বেঞ্চ হেবাস মামলাটি নিষ্পত্তি করে কাপ্পানকে জামিনের আবেদন করার অনুমতি দেয়।

আরও পড়ুনঃ অক্সিজেন সংকট নিয়ে যোগীর সম্পত্তি বাজেয়াপ্তের ‘হুমকি’র বিরুদ্ধে আদালতে মামলা

গত বছর অক্টোবর মাসে হাথরাস গণধর্ষণ কাণ্ডের খবর করতে যাওয়ায় কেরলের ‘আঝিমুখম’ পোর্টালের সাংবাদিক সিদ্দিক কাপ্পান ও তাঁর ৩ সহকর্মীকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয় তাঁদের ,একই সঙ্গে দেশদ্রোহিতার মামলাও করা হয় তাঁদের ওপর। গত বছরের অক্টোবর মাস থেকেই মথুরা জেলে বন্দী রয়েছেন তাঁরা। সম্প্রতি জেলের শৌচাগারে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান কাপ্পান।

এরপরে করোনায় আক্রান্ত হন তিনি। তাঁকে মথুরার কৃষ্ণমোহন মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কাপ্পানের স্ত্রী রিহান্থ অভিযোগ করেন, হাসপাতালেই পাশবিক অত্যাচার করা হচ্ছে সিদ্দিকের উপর। তাই জামিনের আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত সিদ্দিককে হাসপাতাল থেকে জেলে পাঠানোর আবেদন নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থও হন রিহান্থ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here