পরিচয়পত্রের প্রমাণ ছাড়াই যৌনকর্মীদের রেশন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

0
95

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পরিচয় পত্র ছাড়াই রেশন দিতে হবে যৌন কর্মীদের, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO) বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা চিহ্নিত যেসকল যৌনকর্মী, তাঁরা সকলেই এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

এরপরে সর্বোচ্চ আদালত বিবেচনা করবে তাঁদের এই মহামারি জনিত আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি। রাজ্যগুলিকে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি অজয় রাস্তগীর বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেন রাজ্যগুলি রেশনের ব্যবস্থা করলেও যৌনকর্মীদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাঁদের বেশির ভাগেরই পরিচয়পত্র নেই।

আরও পড়ুনঃ দেহ সৎকার ঘিরে পুলিশ কেন এত বাড়াবাড়ি করল- হাতরাসে মৃত তরুণীর পরিবারের প্রশ্ন

অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাডু ও তেলেঙ্গানার প্রায় ১.২ লক্ষ যৌনকর্মী তাদের কাজ হারিয়েছেন,একটি সমীক্ষায় প্রকাশ। সর্বোচ্চ আদালত রাজ্যগুলিকে ব্যবস্থা করতে বলেছে যাতে পরিচয়পত্র ছাড়া তাঁরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন।

আরও পড়ুনঃ আচমকাই ঘটছে বাবরি ধ্বংসের ঘটনা, বেকসুর খালাস সব অভিযুক্ত

দুর্বার মহিলা সমন্বয় কমিটি সুপ্রিম কোর্টে মামলাটি করে, কোভিড অতিমারির ধাক্কায় সারা দেশ জুড়ে প্রায় নয় লক্ষ মহিলা ও ট্রান্সজেন্ডার যৌনকর্মীরা কাজ হারিয়ে দুঃস্থ হয়ে পড়েছেন। তাঁদের সাহায্যার্থে রাজ্যসরকার গুলি সুনির্দিষ্ট উপায় ভাবুক এই মর্মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here