বিদ্বেষ সম্প্রচারে অভিযুক্ত অনুষ্ঠানে দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও সুপ্রিমকোর্ট শুধুই নোটিশের পক্ষে

0
138

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

বির্তকিত সুদর্শন টিভির বিতর্কিত  টিভি শো ইউপিএসসি’তে ‘আমলা জিহাদ’এর সম্প্রচারের উপর দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও তার কয়েক ঘণ্টা আগে একই আবেদন নিয়ে অন্য আইনজীবী দ্বারা রজু করা মামলায় স্থগিতাদেশ দেয়নি দেশের সর্বোচ্চ আদালত।

আসলে চাকরি পরীক্ষাকে হাতিয়ার করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে নয়ডা থেকে পরিচালিত একটি বির্তকিত টিভি চ্যানেল সুদর্শন টিভির বিরুদ্ধে। টিভি শোয়ের সঞ্চালক সুরেশ ছাভাঙ্কার তার টুইটার হ্যান্ডেলে একটি অনুষ্ঠানের প্রোমো ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় এই বিতর্কিত সঞ্চালক বলছেন কেন্দ্রীয় সরকারের ইউপিএসসি পরীক্ষায় মুসলিমরা জেহাদ চালাচ্ছে। শুধু তাই নয় উস্কানিমূলক বক্তব্য দ্বারা এই টিভি সঞ্চালক প্রশ্ন করেন জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে ইউপিএসসি পাস করা এই মুসলিম সম্প্রদায়ের আমলারা যদি বিভিন্ন অঞ্চলের দায়িত্বে বসেন তাহলে কি অবস্থা হবে?  এই উস্কানিমূলক শো সম্প্রচারের কথা ছিল ২৮শে আগস্ট শুক্রবার।

এই প্রোমো শো দেখে গত ২৭ আগস্ট দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রকের কাছে এই শো সম্প্রচার না করার অনুরোধ করা হয়। প্রতিবাদ জানানো হয় ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের  তরফ থেকেও। তার পরেও সেই বিতর্কিত চ্যানেলটি কর্ণপাত করেনি।

আরও পড়ুন:যোগ্যতার নিরিখে প্রথম জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়

শুক্রবার দিল্লি হাইকোর্টে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মামলা রুজু করা হয় অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ রাখার আবেদন জানিয়ে। আবেদনে সাড়া দিয়ে অনুষ্ঠানের সম্প্রচার স্থগিত রাখার আদেশ দেয় দিল্লি হাইকোর্ট।

অন্যদিকে, সংবাদ সংস্থা লাইভ ল্য সূত্রে জানা গেছে যে অন্য আইনজীবী একই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত অনুষ্ঠান সম্প্রচারের উপর কোনো স্থগিতাদেশ না দিয়ে কেন্দ্র সরকার, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন ও সুদর্শন টিভিকে নোটিশ পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here