শ্যামল রায়,বর্ধমানঃ
ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় সেচের জল নিয়ে নানান ধরনের বিতর্ক উঠেছে।
মন্তেসরী সেচের জলের জন্য ট্রান্সফর্মার কেটে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন চাষীরা। অভিযোগ যে বিদ্যুৎ বিল বাকি ছিল প্রায় চার লক্ষ টাকা যদিও এক লক্ষ টাকা চাষিরা দিলেও এখনো বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছেন চাষীরা।
এছাড়াও মঙ্গলকোটে কাটোয়ায় কালনায় সেচের জল নিয়ে অভিযোগ উঠেছে।
এমনকি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম সেচের জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন চাষিরা।অভিযোগ, শেষকালে আসা জল কম থাকায় ওর গ্রামের ডিভিসির লকগেট দু’এক দিন আটকে দেওয়ায় দাবি তোলেন বিক্ষোভকারীরা।
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিয়েছিলেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্র চট্টোপাধ্যায়।
কিন্তু এখনো বিষয়টি সমস্যার সমাধান হয়নি।
চাষীদের অভিযোগ যে লক গেটটি সাময়িকভাবে বন্ধ রাখা হলে সংশ্লিষ্ট এলাকার ধানের জমি গুলিতে তারা সেচ দিতে পারবেন,কারণ শেষ সময়ে খালে জল কম থাকায় জলের গতিও কম হচ্ছে ফলে আউসগ্রামের নওদা শিবদা আলী গ্রাম সহ ভাতারের ওর গ্রাম মৌজা চাষিরা জল পাচ্ছেন না ফলে জমি ফেটে যাচ্ছে এবং ধানগাছ শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
যদিও চাষীদের অভিযোগ যে এই শেষের সমস্যা নিয়ে কয়েকদিন আগে জেলা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন শেষ মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বৈঠকে ঠিক হয়েছিল পূর্ব বর্ধমান জেলায় ২৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে সেচের জন্য ডি ভি সিতে আরো চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584