অনুকূল ও নন্দিতা সহ জেলার ২২ জনকে বৃত্তি প্রদান ক্ষত্রিয় সোসাইটির

0
121

মনিরুল হক, কোচবিহারঃ

উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী কোচবিহারের অনুকূল বর্মন ও নন্দিতা বর্মনকে ৫ হাজার টাকা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হল। রবিবার দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ২২ জনকে বৃত্তি প্রদান করা হয়। অনুকূল ও নন্দিতা ছাড়া বাকি ২০ জনকে এদিন এককালীন আড়াই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া এদিন ক্ষত্রিয় সোসাইটির পক্ষ থেকে কোচবিহার জেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় স্থান অর্জনকারী ১০ জন কৃতি সহ উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। কোচবিহার শহরের পঞ্চানন ভবনে এই অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সমস্ত কর্তা ব্যক্তি, প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মন ও অন্যান্যরা। কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির এই বৃত্তি ও সংবর্ধনা প্রদান এবার ষষ্ঠতম বর্ষ। এদিন সংবর্ধনার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী, মানপত্র ও ফুলের তোড়া দেওয়া হয়।

দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সহ সম্পাদক শুভদীপ সরকার বলেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মোট ২২ জনকে আমরা বৃত্তি প্রদান করছি। কোচবিহার জেলা থেকে উচ্চ মাধ্যমিকে দশম স্থানাধিকারী অনুকূল বর্মন ও নন্দিতা বর্মনকে ৫ হাজার টাকা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হল। বাকি ২০ জনকে এককালীন আড়াই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া কোচবিহার শহরের থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ১০ জন সহ উপস্থিত সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here