রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উদ্যোগে কৃতিদের সংবর্ধনা দুঃস্থ মেধাবীদের স্কলারশিপের ঘোষণা

0
67

মনিরুল হক, কোচবিহার:

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় জায়গা করে নেওয়া কোচবিহারের দুঃস্থ দুই কৃতি পড়ুয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যান। শুক্রবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে উচ্চ মাধ্যমিকে কৃতি কোচবিহারের ৭ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি এদিন ওই ব্যাঙ্কের চেয়ারম্যান তাদের মধ্যে গরীব দুই কৃতি পড়ুয়াকে নিজের মাইনের থেকে প্রতিমাসে হাজার টাকা করে স্কলারশিপ দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। এদিন তিনি ওই দুই কৃতি পড়ুয়াকে পাঁচ হাজার টাকা করে দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দেন। একই সঙ্গে এদিন তার কথা থেকে জানা যায়, ওই ব্যাঙ্কের তরফে ছাত্রছাত্রীদের স্কলারশিপ চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে ওই ব্যাঙ্কের কর্মী ও তাদের পরিবারের লোকদের নিজ ইচ্ছায় প্রদান করা অর্থেই ওই স্কলারশিপ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যান জি এস বেদী বলেন, “উচ্চ মাধ্যমিকে কৃতি সাত জন ছাত্রছাত্রীকে আমাদের ব্যাঙ্কের তরফে সংবর্ধনা দেওয়া হল। তাদের মধ্যে দুইজন গরীব পড়ুয়াকে আমি আমার মায়ের স্মৃতিতে স্কলারশিপ দিচ্ছি। আজকে দুজনকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হল।

নিজস্ব চিত্র

এছাড়া তারা প্রতিমাসে হাজার টাকা করে স্কলারশিপ পাবে।” এদিন জেলা পরিষদে সরকারি ভাবেও কোচবিহারের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের ওই অনুষ্ঠানে কোচবিহার জেলায় মাধ্যমিক, উকমাধ্যমিক, সিবিএসই ,আইসিএসইর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, জেলা শাসক কৌশিক সাহা, জেলা পুলিশ সুপার ড: ভোলানাথ পান্ডে। এদিন উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ মাধ্যমিক বলেন, “উচ্চমাধ্যমিকে কোচবিহার থেকে সি.বি.এস.ই ,আই. সি.এস.ই সর্বস্তরে কোচবিহারের ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে। মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

নিজস্ব চিত্র

কোচবিহারের মাথা উঁচু করে দিয়েছে এরা। তারা আরও এগিয়ে যাক। এছাড়া বাকি যে ছাত্র ছাত্রীরা আছে তারাও ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করুক। মেধাতালিকায় জায়গা করে নিক। কোচবিহারকে শিক্ষায় সমৃদ্ধ করুক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here