৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুল-কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

0
69

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

জুলাই মাসে যে স্কুল খোলার সম্ভাবনা কম, সে কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে জুলাই মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন শিক্ষামন্ত্রী৷

Partha Chatterjee | newsfront.co
ফাইল চিত্র

মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজস্ব বাসভবনে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, ‘শুধু জুন মাস নয়, রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত কোনও স্কুল-কলেজ খুলবে না। তবে স্কুল,কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাজ চলবে।’ করোনা পরিস্থিতিতে মার্চ মাসের মাঝামাঝি থেকেই বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে আগস্ট থেকে সবকিছু স্বাভাবিক হতে পারে বলে আশা রাখছে রাজ্যের শিক্ষামহল।

আরও পড়ুনঃ কেন্দ্রের গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে যুক্ত করার আবেদন জানিয়ে চিঠি অধীরের

অন্যদিকে, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ” উচ্চমাধ্যমিক নিয়ে আমাদের প্রস্তুতি আছে, কিন্তু ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য দেখেই ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট,অন্যান্য বোর্ড বা অন্যান্য রাজ্যগুলির ওপরেও আমরা নজর রাখছি।’ ২৬-২৭ জুন পরীক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্তত করোনা ভাইরাস সংক্রমণ পর্যায় রাজ্য স্কুল শিক্ষা দফতর কেন্দ্রীয় বোর্ডগুলোর পদক্ষেপের ওপর নজর রাখছে। তবে পরীক্ষা হচ্ছে এমনটা ধরে নিয়ে প্রস্তুতি সেরে রাখছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ মাহেশে নারায়ণ শিলাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে গেলেন সাংসদ

সম্প্রতি আইসিএসই বোর্ডে নির্দেশিকা ও তার সঙ্গে সিবিএসই পরীক্ষা বাতিলের দাবি নিয়ে অভিভাবকদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আপাতত ভাবাচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে। মঙ্গলবার সিবিএসই পরীক্ষা ব্যাপারে তাদের মতামত জানানোর কথা থাকলেও বোর্ডের তরফে জানানো হয়েছে ২৫ জুনের মধ্যেই তারা তাদের চূড়ান্ত মতামত জানাবে সুপ্রিম কোর্টকে। তাই আপাতত সিবিএসই বোর্ড কি পদক্ষেপ নেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যতের জন্য সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here