শ্যামল রায়,কালনাঃ
ছাত্রীদের মুখে খবর পেয়ে প্রশাসনকে সাথে নিয়ে বিয়ের আসরে গিয়ে এক নাবালিকা ছাত্রীর বিয়ে রুখলো স্কুল কর্তৃপক্ষ।ঘটনাটি ঘটে মন্তেশ্বর থানার ভোজপুর গ্রামে।এই গ্রামের মেয়ে রুপালি খাতুন (১৬) পার্শ্ববর্তী মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যমন্দিরের একাদশ শ্রেণীর ছাত্রী। তার বাবা জামেরুল হক মোল্লা মেয়ের বিয়ে ঠিক করে পার্শ্ববর্তী গ্রাম দাউকোডাঙ্গার জাকের হোসেন মল্লিকের সাথে।শুক্রবার দুপুরে তাদের বিয়ে হওয়ার কথা।বিয়ের ঠিক এক ঘন্টা আগে খবরটি পায় উল্লেখিত স্কুল কর্তৃপক্ষ।এই স্কুলের প্রধান শিক্ষক শুভাশীষ পাত্র জানান,”অন্যান্য ছাত্রী মারফত বিয়ের খবর পেয়েই আমরা তৎপর হয়ে উঠি।ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়ে বিয়ের পূর্ব মুহূর্তে আমরা বিয়ের আসরে পৌঁছে যাই।মেয়ে ও বরের বাবা এমনকি বরকে পর্যন্ত বুঝিয়ে বিয়ে ভেঙে দিতে রাজি করানো হয়।”
আরও পড়ুনঃ নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
এর পাশাপাশি বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার অঙ্গীকার পত্র লিখিয়ে নেওয়া হয় তাঁদের নিকট থেকে।এহেন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584