নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃবৃহস্পতিবার সকালে একটি বেসরকারি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ায় আহত হলেন পড়ুয়ারা। জানা গিয়েছে যে স্কুলের পাচ পড়ুয়া আহত হয়েছেন এর মধ্যে একজন ছাত্রের হাতে প্রচণ্ড আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয় কাটোয়া মহকুমা হাসপাতালে আহতদের চিকিৎসা করা হয়েছে।
জানা গিয়েছে এদিন স্কুল বাসটি বাড়ি বাড়ি থেকে ছাত্রদের গাড়িতে তুলছিল।
হঠাৎ করে কাটোয়া শহরের বারোয়ারি তলায় পড়ুয়াদের তুলতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে।
বাসের ধাক্কায় মিষ্টির দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মিষ্টির দোকানের কর্মচারীরা। শুধুমাত্র আহত হয়েছেন বাসের মধ্যে থাকা কয়েকজন পড়ুয়া। কাটোয়ার যাজিগ্রাম এর কাছে সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়ামের একটি বেসরকারি স্কুল। এই স্কুলের পুরুষদের যাতায়াত করার জন্য এই বাসটি ব্যবহৃত করা হতো। স্কুল কর্তৃপক্ষের দাবি যে দুর্ভাগ্যবশত এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে ফলে কয়েকজন ছাত্রের আঘাত লেগেছে তবে পরিস্থিতি মারাত্মক কিছু নয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ।
কাটোয়া থানার পুলিশ জানিয়েছে যে বাসটিকে আটক করা হয়েছে চালক পলাতক।
সংগৃহীত প্রতীকী ছবি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584