ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের জন্য ১ মাস ব্যাপী চলা আনলক ৪ এ আগের মতই বন্ধ থাকবে শনিবার নির্দেশিকায় জানাল কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাদের নির্দেশিকায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে ৫০ শতাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অনলাইন ক্লাস ও স্কুল সংক্রান্ত কাজের জন্য স্কুলে আসার অনুমতি দিয়েছে। এছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কুল পরিদর্শন এবং শিক্ষক মহাশয়দের পরামর্শ নেওয়ার জন্য স্কুলে যাওয়ার অনুমতিও চাইলে রাজ্য সরকার দিতে পারে ২১ শে সেপ্টেম্বর থেকে। তবে সেটা অবশ্যই হতে হবে কনটেইনমেন্ট জোনের বাইরে এবং অবশ্যই অভিভাবকদের অনুমতি নিয়ে। এ বিষয়ে শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে।
আরও পড়ুন:নবান্নের চিঠির পরেই মেট্রো চালানোর সিদ্ধান্ত কেন্দ্রের
এবার থেকে কনটেনমেন্ট জোনের বাইরে রাজ্যে লকডাউন জারি করতে হলে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে। যদি কেন্দ্র অনুমতি দেয় তবেই লকডাউন ঘোষণা করতে পারবে কোনও রাজ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584