নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ গোয়ালতোড়-এর ধামচা ছাগুলিয়া সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী অমৃতা মাহাত।বাবা প্রহ্লাদ মাহাত-র সম্বল বলতে একচিলতে জমি আর মা গৃহবধূ।ভাই শিবু মাহাত ঐ স্কুলেরই একাদশ শ্রেণীর ছাত্র।
নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা পরিবারের।মেয়ের শারীরিক অসুস্থতার খবরে পরিবারের অবস্থা মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত।অমৃতা বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে স্কুলে ঠিকঠাক উপস্থিত না থাকায় শিক্ষক মহাশয়েরা খোঁজ নিয়ে জানতে পারেন তার হৃৎপিণ্ডের সমস্যা কারণে পড়াশোনায় মনোযোগে বাধার হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ অসহায় মা মেয়ের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
এই দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে দাঁড়িয়েছে শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত কর্মী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দীপ ফৌজদার বলেন, “অমৃতা আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।আমরা সবসময় ওর পাশে আছি।”
অমৃতার বাবা প্রহ্লাদ বাবু বলেন, বিদ্যালয়ের সকল কর্মীকে অসংখ্য ধন্যবাদ।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তথা সকল কর্মীদের এই উপকার সারাজীবনেও ভুলব না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584