সুদীপ পাল,বর্ধমানঃ
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কয়েক দিন আগেই দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু ঘটেছিল। তারপর পুলিশের কাছে স্কুল শুরু এবং শেষের সময়ে রাস্তায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের আর্জি জানিয়েছিলেন আউসগ্রামের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ শিক্ষকেরা। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্ডার-এর কাছে অভিযোগ জানালেন শিক্ষকেরা। জাতীয় সড়ক (২বি) এই স্কুলে একটি জিমের উদ্বোধন করতে আসেন বিধায়ক। তাঁর কাছেই সেই আর্জি জানান শিক্ষকেরা।
প্রধান শিক্ষক সতীনাথ গোস্বামী বলেন, সিভিক ভলেন্টিয়ার না থাকায় শিক্ষকরাই পালা করে রাস্তায় দাঁড়িয়ে পড়ুয়াদের রাস্তা পার করেন। এর ফলে স্কুলের পড়াশোনা সমস্যা হচ্ছে।
বিধায়ক বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ সামনে ছাগল, বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে আহত ২
পুলিশের অবশ্য দাবি, জাতীয় সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা রয়েছে। তবে নির্দিষ্ট করে কোন আর্জি থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশকর্তারা। প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যালয়ের পঞ্চম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে ফলের চারা দিয়ে বরণ করা হলো।
বিদ্যালয় প্রায় শ’খানেক পড়ুয়ার হাতে ফলের গাছ এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584