নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
নসিপুর উচ্চতর বিদ্যালয়ে চলছে অনিয়ম।সমস্ত ছাত্র ছাত্রী উপস্থিত, দেখা নেই শিক্ষকদের।এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা টিচার ইনচার্জকে বলতে গেলে শিক্ষক অনিরুদ্ধ পাল ম্যানেজিং কমিটির সদস্য নাজিমুদ্দিন সরকারকে আঙ্গুল দেখিয়ে স্কুল থেকে বেরিয়ে যেতে বলেন।স্কুলে কেন ঢুকেছে তারও কৈফিয়ত তলব করেন শিক্ষক বলে অভিযোগ।দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নুহিরুদ্দিন শেখের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ।বিদ্যালয় শুরুর ঘন্টা পড়ে ১০টা ৫০ মিনিটে,দেরীতে শুরুর ঘন্টা দিয়ে প্রার্থনা শুরুর সময়েও স্কুলে ৬২ জন শিক্ষকের মধ্যে হাজির মাত্র ২০।প্রত্যহ এই ঘটনায় বিরক্ত স্থানীয় প্রাক্তন ছাত্ররা। শিক্ষকের দেরিতে বিদ্যালয়ে প্রবেশের ছবি তুলতে গেলে মেলে দুর্ব্যবহার। আর এই দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে আব্দুল গনি, মনজিত চৌকিদার ও সুদীপ্তা ভাদুড়ীর মতো শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে।নিজেদের খেয়ালখুশি মতো স্কুল চালানোয় ক্ষোভ জমছে অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আরও পড়ুন: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584