মনিরুল হক, কোচবিহারঃ
প্রেমে প্রত্যাক্ষিত হয়ে আত্মহত্যার চেষ্টায় বিষ খেয়ে ক্লাস রুমে ঢলে পড়ল নবম শ্রেণীর এক স্কুল ছাত্র। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটের একটি স্কুলে ঘটনা। শুক্রবার বেলা ১২ টা নাগাদ ওই স্কুলে এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা ওই ছাত্রকে চ্যাঙরাবান্ধা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সে একটি মেয়েকে ভালবাসত। সম্ভবত প্রেমে প্রত্যাক্ষিত হয়ে এদিন আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্র।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ক্লাসে শিক্ষিকা যখন রোল কল করছিলেন তখন অন্যান্য ছাত্রদের থেকে তিনি জানতে পান ওই ছাত্রটি ঘাস মারার বিষ খেয়েছে। দুই বার বমিও করেছে। এরপর বিষয়টি আমরা জানতে পারি। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে তাকে চ্যাঙরাবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখানে তাকে স্যালাইন, ইনজেকশন দেয় চিকিৎসক। এছাড়া অন্যান্য প্রাথমিক চিকিৎসার পর তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে রেফার করা হয়।”
তবে তার এক সহপাঠী ঋত্বিক সাহা (নাম পরিবর্তিত) জানিয়েছে, “সে একটি মেয়েকে ভালোবাসত। ওই মেয়েটি তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কয়েকদিন ধরে মনমরা ছিল। তার জেরেই আজকে সে এমন ঘটনা ঘটায়।”
অসুস্থ ছাত্রের মা জানান, “ছেলের সঙ্গে বাড়িতে কোন সমস্যা হয়নি। ছেলের কাছে মোবাইল নেই। কোন মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল কিনা তা জানেন না। তবে গতকাল খাওয়া দাওয়া করেনি। ছেলে পড়াশোনায় ভালো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584