শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা পরিস্থিতির কারণে বহু দিন ধরে বন্ধ স্কুল কলেজ। ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস করানো সম্ভব হয়ে ওঠেনি। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পরবর্তী বছরের নির্ঘণ্টও প্রকাশ করেনি স্কুল শিক্ষা দফতর।
এবার বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে ঠিক কতটা সিলেবাসের উপর পরবর্তী বছরে মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়, তা নিয়েই এবার সিলেবাস কমিটি খসড়া প্রস্তাব জমা পড়ল রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। যার মধ্যে ইতিমধ্যেই বিশাল কাটছাঁট করা হয়েছে। তবে সবটাই স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত সম্মতির অপেক্ষায়। একই প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী দফতরেও।
আরও পড়ুনঃ ‘পাগড়ি বলেই খুলে নিয়েছে, গোল টুপি হলে খুলতে পারত’ – বিতর্কিত মন্তব্য দিলীপের
সূত্রের খবর সিলেবাস কমিটি চলতি সপ্তাহে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিবের কাছে। খসড়া রিপোর্টে মূলত কতটা সিলেবাসের ওপর ২০২০-এর মাধ্যমিক নেওয়া যেতে পারে তার একটি রূপরেখা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
সূত্রের খবর, গত বছর মাধ্যমিক পরীক্ষায় যে যে বিষয়গুলি এসেছিল সেই অংশগুলি এবারের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ২০২১ এর মাধ্যমিক পরীক্ষায় বাদ দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে মোট সিলেবাসের ২৫% কাটছাঁট করা হতে পারে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।
আরও পড়ুনঃ জল কামানে রং ব্যবহারের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে দ্বারস্থ এপিডিআর
এই ২৫% কাটছাঁটের মধ্যে গত বছর মাধ্যমিক পরীক্ষায় যেসব বিষয় গুলি এসেছিল সেই প্রসঙ্গ বাদ দেওয়ার কথা উল্লেখ করেই ২৫% কাটছাঁট করার কথা বলা হয়েছে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার। তিনি বলেন ” আমি এই বিষয়ে এখন কোনও মন্তব্য করতে পারব না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584