নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ ঘিরে উত্তেজনা। দুইদিন ধরে বন্ধ স্কুলের পঠন-পাঠন সহ বন্ধ মিড ডে মিলের রান্না।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের হুড়হুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ স্কুলের শিক্ষক সেক ফারুক পাঠান স্কুলের ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। অভিভাবকরা তা জানতে পারলে মঙ্গলবার স্কুল চত্বরে এসে বিক্ষোভ দেখাতে থাকে তারা। স্কুলের পঠন-পাঠন বন্ধ হয়ে যায় ওই দিন।
ফের বুধবার দিন দশটা নাগাদ প্রধান শিক্ষক স্কুলে এলে স্কুল চত্বরে জমায়েত হয় গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ আদালত চত্বর থেকে পলাতক আসামী, বাইকে ধাওয়া করে ফের গ্রেফতার
উত্তেজনা চরমে পৌঁছালে স্কুলে বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দেন প্রধান শিক্ষক। স্কুল চত্বরে এসে উপস্থিত হয় এলাকার পঞ্চায়েত প্রধান ইসমাইল খান থেকে শুরু করে এলাকাবাসীরা। স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ দে বলেন, কিছু অভিভাবক বিষয়টি আমাকে জানিয়েছে কিন্তু একজন শিক্ষক যে এধরনের কাজ করতে পারে তা আমাদের নজরে আসেনি।
আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি। অভিযুক্ত স্কুল শিক্ষক শেখ ফারুক পাঠান বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন, আমি বাচ্চাদের সন্তানের সহিত স্নেহ করি পুরোটাই মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584