পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন মোবাইল নিয়ে স্কুলে ঢোকায় শাস্তির মুখে পড়লেন ছাত্রীরা। ছাত্রীদের কাছে মোবাইল আছে বলে খবর পেয়ে হানা দিয়ে কমন রুমে হানা দিয়ে ছাত্রীদের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা। যার জেরে ভ্যালেন্টাইনস ডে কার্যতঃ লাটে উঠল কতিপয় ছাত্রীর।

শুক্রবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কৈলাস চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠে। এদিন স্কুলের ছাত্রীদের দাবি শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে একটি বিশেষ দিন হওয়ায় কার্যত রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী ধরে রাখতে এদিন স্মার্টফোন নিয়ে স্কুলে আসেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্রী।

আরও পড়ুনঃ লালগোলায় হেরোইন-সহ ধৃত ২
এরপর পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মাধ্যমে খবর পেয়ে স্কুলের গার্লস কমন রুমে হানা দেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রাখী বিশ্বাস। এরপর তল্লাশি চালিয়ে কয়েকজনের কাছ থেকে স্মার্টফোন উদ্ধার করেন ওই দিদিমণি। তাদের সুত্র ধরে আরো কয়েকজনের কাছ থেকে স্মার্টফোন উদ্ধার করেন তা বাজেয়াপ্ত করেন ওই দিদিমণি।
এদিকে ভালোবাসার দিনে স্কুলে এসে লুকিয়ে ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা বা ভিডিও কলিং সবটাই ভেস্তে যায় প্রায় ১৪ জন ছাত্রীর। এদিকে শুধুমাত্র স্কুলের শৃঙ্খলা রক্ষা করতে নিয়ম মেনেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ওই শিক্ষিকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584