মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে পশ্চিম মেদিনীপুরের এডিএমকে ডেপুটেশন

0
75

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা আবহে বিগত কয়েক মাসের মত নভেম্বর মাসেও রাজ্যের বিদ্যালয় গুলিতে মিড ডে মিল সামগ্রী বিতরণ করা হবে আগামী ৯ থেকে ১৩ই নভেম্বর। এনিয়ে সরকারী অর্ডার বেরিয়েছে। আর এই অর্ডারে মিড ডে মিল সামগ্রীর সরকার নির্ধারিত ক্রয়মূল্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

deputation | newsfront.co
নিজস্ব চিত্র

সরকার নির্ধারিত মিড ডে মিল সামগ্রীর ক্রয়মূল্য ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে সরব হলেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার সংগঠনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান মহামারী পরিস্থিতিতে নিজ নিজ বিদ্যালয়ের কর্মকান্ড সামলে স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের ব্যানারে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে মিড ডে মিলের সামগ্রী বিতরণের যে বিভীষিকাময় এবং অস্বাভাবিক সরকারী অর্ডার জারি করা হয়েছে তাকে সামনে রেখে কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করে পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম (পঞ্চায়েত) তথা ডিইও এবং মাধ্যমিক বিভাগের জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।

paschim medinipur district office | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত যে দাবিগুলোকে সামনে রেখে এদিনের ডেপুটেশন দেওয়া হয় তার মধ্যে উল্ল্যেখ যোগ্য হলো, বাজার দরের উপর নির্ভর আলুর ক্রয়মূল্য নির্ধারিত বত্রিশ টাকার পরিবর্তে বাড়িয়ে কমপক্ষে চল্লিশ টাকা করা,প্যাকেটিং ও অভিভাবক অভিভাবিকাদের অবহিতকরণের জন্য ঘোষণা বাবদ অর্থ বরাদ্দ করা , কোনো কোনো ব্লকে চাল ও ডাল সরবরাহের কেন্দ্র পঞ্চায়েত অফিসের পরিবর্তে বিদ্যালয়ে করা প্রভৃতি।

আরও পড়ুনঃ অনুষ্ঠান করার প্রশাসনিক অনুমতির দাবিতে পথ অবরোধ শিল্পীদের

কর্তৃপক্ষের তরফে সমস্যা গুলো সমাধানের সদর্থক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষে যারা উপস্থিত থেকে সক্রিয় সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হতে না পেরেও মানসিক ভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here