চার ধাপে লকডাউন উঠতে চলেছে ব্রিটেনে, ৮ মার্চ থেকে খুলবে স্কুল

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা সংক্রমণ আটকাতে দীর্ঘদিন ধরে চলা লকডাউন ধীরে ধীরে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। মোট চার ধাপে লকডাউন তোলা হবে। প্রথম ধাপে ৮ মার্চ খুলে দেওয়া হবে স্কুল। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

Boris Johnson | newsfront.co

তিনি জানান, “শিশুদের স্কুলে ফিরিয়ে আনা সবসময়েই আমাদের প্রথম লক্ষ্য। তাদের শিক্ষা এবং মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যা সবচেয়ে জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে আবার সামাজিক মেলামেশায় ফিরতে পারেন সে বিষয়টিও দেখছি আমরা।“

সরকার পরিকল্পনা করেছে প্রথম ধাপে দু’ভাগে লকডাউন তোলা হবে। ৮ মার্চ থেকে খুলে দেওয়া হবে সব স্কুল। পাশাপাশি দুই ব্যক্তি একসঙ্গে পার্কে বা কফি শপে যেতে পারবেন। দ্বিতীয় ভাগে ২৯ মার্চ থেকে বাড়ির বাইরে দেখা করতে পারবেন ছ’ জন বা দুটি আলাদা বাড়ির বাসিন্দারা। বাইরে বেরিয়ে টেনিস ও বাস্কেট বল খেলার অনুমতি দেওয়া হবে বড়দের পাশাপাশি ছোটদেরও।

আরও পড়ুনঃ লালকেল্লায় তাণ্ডবের অভিযোগে গ্রেফতার জম্মু কাশ্মীরের কৃষক নেতা

ইংল্যান্ডের কেয়ার হোমের বাসিন্দাদের সঙ্গে ৮ মার্চ থেকে প্রতিদিন একজন করে আত্মীয় বা বন্ধু দেখা করতে পারবেন। আশা করা হচ্ছে, ২৯ মার্চ থেকে নিজের এলাকার বাইরেও যেতে পারবেন বাসিন্দারা। তবে রাত কাটানো চলবে না বাইরে।

আরও পড়ুনঃ বিধিভঙ্গের অভিযোগে শীর্ষ আদালতে ধাক্কা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

লকডাউন তোলার দ্বিতীয় পর্যায়ে খোলা হবে দোকানপাট। পাব ও রেস্তরাঁগুলোতে বাইরে বসে পানাহার করা যাবে। মে মাস থেকে খেলাধুলা ও গানবাজনার অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে। তবে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু থাকবে এখনও এবং আন্তর্জাতিক সফর বন্ধ থাকবে।

ধাপে ধাপে লকডাউন তোলার এই গোটা প্রক্রিয়ায় তীক্ষ্ণ নজর থাকবে প্রশাসনের। পাশাপাশি চলবে টিকাকরণ কর্মসূচি। সরকার আশা করছে, মে মাসের মধ্যে ব্রিটেনের প্রত্যেক প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া সম্ভব হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here