নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহে দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ। টিকাকরণ শুরুর পর থেকেই একাধিক বার প্রশ্ন উঠেছে যে কবে থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান! এর মধ্যেই শুরু হয়ে যায় করোনার তৃতীয় ঢেউয়ের আশংকা। আজ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিলেন পুজোর ছুটির পর খুলতে পারে স্কুল।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় ঢেউ ভয়াবহ আকার না নিলে স্কুল খোলা হবে পুজোর পর। এদিন তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে টিকাকরণের হার অনেকটাই বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে তৃতীয় ঢেউ যদি মারাত্মক না হয়ে ওঠে তাহলে পুজোর পর খুলতে চলেছে স্কুল।
আরও পড়ুনঃ অক্টোবরেই শীর্ষে পৌঁছাবে করোনার তৃতীয় ঢেউ, সতর্কবার্তা এনআইডিএমের
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলে যাচ্ছে তামিলনাডুতেও। তবে ক্লাস চলবে রোটেশন ভিত্তিতে এমনটাই জানিয়েছে তামিলনাডু রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584