বিজ্ঞান মঞ্চের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কর্মশালা

0
58

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা আবহে বৈজ্ঞানিক বিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে উদ্যোগী হল বিজ্ঞান মঞ্চ।রবিবার সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ২ ঘন্টা ধরে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় বার্জটাউনের পোড়াবাংলো রোডে অবস্থিত সংগঠনের জেলা দফতরে।

hand sanitizer | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এই কর্মশালার মধ্যে দিয়ে হাতেকলমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” নির্দেশিত গুনমান কঠোরভাবে মান্যতা দিয়ে সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়।

এদিনের স্যানিটাইজার প্রস্তুতিতে ব্যবহৃত উপকরণ সমূহ হল আইসোপ্রোপাইল অ্যালকোহল ৭৫.১৫%, হাইড্রোজেন পার অক্সাইড ৪.১৭%, গ্লিসারল ১.৪৫%, পাতিত জল ১৯.২৩%, সামান্য পরিমাণ সুগন্ধি ও রঙের জন্য মিথিলিন ব্লু যুক্ত করা হয়েছে। ১০০ এম এল স্যানিটাইজারে বিনিময় মূল্য ধার্য করা হয়েছে ৯৫ টাকা।

workshop | newsfront.co
চলছে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে স্থানীয়দের উদ্যোগে রক্তদান শিবির

বিজ্ঞান মঞ্চের জেলা দফতর থেকে যা পাওয়া যাচ্ছে। এদিন এই কর্মশালার উদ্বোধন করার পাশাপাশি প্রশিক্ষণ দেন সংগঠনের জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলার অন্যতম সহ-সম্পাদক ড. বাবুলাল শাসমল। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য সন্টু ওঝা, সৌমেন মণ্ডল, চন্দ্রশেখর দাস, সুষমা প্রধান সহ অন্যান্যরা। প্রশিক্ষণ নিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কাউন্সিলের সদস্য-সদস্যাবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here