বিজ্ঞান প্রদর্শনী ইন্দুমতী গার্লস হাইস্কুলে

0
482

মোহনা বিশ্বাস, হুগলীঃ

বিজ্ঞানকে খেলার ছলে ছাত্রীদের প্রিয় করে তোলার জন্য মঙ্গলবার একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করলো চন্দননগরের ইন্দুমতী গার্লস হাইস্কুল। সহযোগীতা করেছে বর্ধমান বিজ্ঞান কেন্দ্র। ছাত্রীদের চিন্তাভাবনার প্রসারের জন্যই এই প্রদর্শনী। বইতে পড়া জিনিস হাতে কলমে করতে পেরে খুশি পড়ুুয়ারাও।

Science exhibition at Indumati Girls High School
নিজস্ব চিত্র

ইন্দুমতী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ডঃ মোনালিসা মান্না বলেন, এই বিজ্ঞান প্রদর্শনীর পর ছাত্রীদের আগ্রহ এত বেড়ে গিয়েছে যে তারা প্রার্থনা সঙ্গীতের লাইনে দাঁড়িয়েও অঙ্ক কষেছে।

Science exhibition at Indumati Girls High School
নিজস্ব চিত্র

২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীর জন্য ইন্দুমতী গার্লসকে একটি বাসও দেয় বর্ধমান বিজ্ঞান কেন্দ্র। স্কুলে এইরকম বিজ্ঞান প্রদর্শনী করায় খুশি ইন্দুমতী গার্লস-এর ছাত্রীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here