মনিরুল হক, কোচবিহারঃ
বিজ্ঞান শিক্ষার প্রসারে ও বিজ্ঞান চেতনাকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলার ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর কোচবিহার সদর গভঃ হাই স্কুলে আয়োজন করেছিল দুদিনব্যাপী জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলার। রবিবার শেষ হয় এই বিজ্ঞান মেলা।
দুদিনব্যাপী চলা এই উৎসবে জেলার ১২ টি ব্লক ও ৬ টি পুর এলাকা থেকে ৫৪ টি মডেল প্রতিযোগিতায় স্থান পায়। এদিন জেলার ছাত্রছাত্রীদের জারা বিভিন্ন মডেল বানিয়ে স্থানাধিকার করেছে তাদের এদিন পুরস্কৃত করা হয়।
এই প্রতিযোগিতায় কলেজ স্তরে প্রথম ও তৃতীয় হয়েছে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ, দ্বিতীয় হয়েছে কোচবিহার কলেজ, মাধ্যমিক স্তরে প্রথম হয়েছে পুন্ডিবাড়ি জেডিএল গালর্স হাই স্কুল, দ্বিতীয় হয়েছে ছোট শালবাড়ি জামিরুদ্দিন হাই স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে হলদিবাড়ি গালর্স হাই স্কুল।
আরও পড়ুনঃ শান্তিনিকেতনে মেঘমালা বাংলা কবিতা উৎসবের আয়োজন
এছাড়াও উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম হয়েছে মহারানি ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয় দ্বিতীয় হয়েছে সুনীতি একাডেমী এবং তৃতীয় স্থান অধিকার করেছে মাথাভাঙ্গা হাই স্কুল। সফল প্রতিযোগীরা আগামী ১৭,১৮,১৯ তারিখ কলকাতায় রাজ্য স্তরে অংশ নিবেন বলে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584