নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের অগ্রণী নারী শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে বছরভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।এই কর্মসূচির সঙ্গে তালমিলিয়ে বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃবিদ্যালয়ের বিজ্ঞান মডেল প্রতিযোগিতা।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দোপাধ্যায়।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নন্দিতা দাস মহাপত্রা সহ অন্যান্য শিক্ষিকাগণ।এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুচাঁদ পান,সুভাষ সামন্ত,অমিত জানা, মাখনলাল নন্দ গোস্বামী,তনুশ্রী পাল ঘোষ প্রমূখ বিশিষ্টজনেরা।প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতাটিকে সাফল্যমন্ডিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি আয়োজক বিদ্যালয় এর বিজ্ঞান বিভাগের শিক্ষিকা সুতপা বসু,শর্মিষ্ঠা তরফদার ,কাকলি খান ,রুমা দাস সহ অন্যান্য শিক্ষিকারা।
আরও পড়ুনঃ ঋষি অরবিন্দ কলেজে প্রাক শারদীয় উৎসব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584