মোহনা বিশ্বাস, হুগলিঃ
করোনার জেরে নাজেহাল গোটা পৃথিবী। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকাডাউন। এখন বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস সহ বিভিন্ন কর্মসংস্থান।
কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এহেন পরিস্থিতিতে দুঃস্থদের পাশে দাঁড়াল হুগলি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অভিজ্ঞান কিশোর দাস ও তাঁর বাবা অনিন্দ্য কিশোর দাস।
বাড়ি চঁচুড়ার নারকেল বাগানে। রাজ্যে এবং রাজ্যের বাইরে বহু পুরস্কার অর্জন করেছে ক্ষুদে বিজ্ঞানী অভিজ্ঞান কিশোর দাস। দুঃস্থ মানুষের সাহায্যার্থে এলাকার এসএফআই ও ডিওয়াইএফআই ছেলে মেয়েদের হাতে অভিজ্ঞান তাঁর পুরস্কৃত অর্থ থেকে ১হাজার টাকা তুলে দেয়।
আরও পড়ুনঃ তৃতীয় দফার লকডাউনের আশঙ্কায় মাইক হাতে প্রচারে কালিয়াগঞ্জ থানার পুলিশ
অভিজ্ঞানের বাবা অনিন্দ্য বাবু বলেন, দেশ এখন সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এমন কঠিন সময়ে এসএফআই ও ডিওয়াইএফআাই-এর ছেলে মেয়েরা কোনও দলাদলি না করে যেভাবে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
শুধু তাই নয়, এই লকডাউনে যাতে সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে না হয়, সেই দিকেও খেয়াল রাখছে এই যুবক যুবতীরা। ফোন করে বলে দিলেই বাড়িতে সবজি বাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও পৌঁছে দিচ্ছে ওরা।
এই দুর্দিনে তাদের এহেন কাজে অনুপ্রাণিত হয়ে ১হাজার টাকা অনুদান দিলেন অনিন্দ্য বাবু। এভাবেই দুঃস্থ পাশে দাঁড়াতে এসএফআই ও ডিওয়াইএফআই-এর যুবক যুবতীদের সঙ্গে এই কর্মকান্ডে সামিল হলেন তিনি। এখানেই থেমে থাকেননি অনিন্দ্য কিশোর দাস।
লকডাউনের সময় বাড়ি বসেই অনলাইনে পড়াশোনা শেখাচ্ছেন তিনি। তাঁর মতে, এই দুর্যোগের সময় করোনার সঙ্গে একভাবে লড়ে যাচ্ছেন পুলিশ, ডাক্তার, নার্স সহ সাংবাদিকরা।
তাই তাদের সন্তানরা পড়াশোনা থেকে যাতে বিরত না থাকে সেই কারণেই অনিন্দ্য বাবুর এই উদ্যোগ। ইতিমধ্যে তাঁর এই উদ্যোগে ভালোই সাড়া মিলেছে। এভাবেই একে অপরের পাশে দাঁড়িয়ে যুদ্ধ জয় করার বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছে অভিজ্ঞান ও তাঁর বাবা অনিন্দ্য কিশোর দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584