রোগীমৃত্যু ঘিরে ধুন্ধুমার সিউড়ি সদর হাসপাতাল

0
269

পিয়ালী দাস, বীরভূমঃ

রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত সিউড়ি সদর হাসপাতাল। অভিযোগ সাঁইথিয়া ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরতি বসাক গতকাল সন্ধ্যা নাগাদ বাচ্চা জন্ম দেওয়ার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হয়। এরপর মধ্যরাতে মৃত সন্তানের জন্ম দেয় ।মৃত সন্তানের জন্ম দেওয়ার পর অবস্থার অবনতি ঘটে আরতির । অবস্থার অবনতি ঘটলে আরতির মা বারবার নার্সদের কে ডাকতে গেলেন ফিরিয়ে দেয় এবং বলতে শুরু করে অভিনয় করছে তোমার মেয়ে, কিছুই হয়নি, অসুস্থ আছে ।এরপর আর কোন ডাক্তার কে সেখানে পাঠায়নি নিজেরাও দেখতে আসেনি নার্সরা। ভোর রাতে মৃত্যু হয় আরতির ।মৃত্যুর পরও আরতির আমাকে নার্সরা জানাই ও এখনো অভিনয় করে যাচ্ছে তোমাদের মেয়ে।উত্তেজনা বশত চেঁচামেচি শুরু করে আরতির বাবা ।তখন সিকিউরিটি তাকে হাসপাতাল থেকে বের করে দেয়।

নিজস্ব চিত্র

এরপর অন্যান্য রোগীর আত্মীয়রা ঘটনা জানতেই উত্তেজিত হয়ে পড়ে এবং ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে ।সিউড়ি থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।পুলিশ আসে ,পুলিশ আসার পরই নিরাপত্তারক্ষীরা রোগীর পরিবারকে বেধড়ক মারধর করতে থাকে পুলিশের সামনেই। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাদের অভিযোগ রাত্রিবেলায় আরতির পরিবারের লোকজন মারধর করেছিল নিরাপত্তারক্ষীদের। কি কারণে মারধর করবে নিরাপত্তারক্ষীদের ।যদিও আরতির পরিবারের অভিযোগ কোন মারধোর করা হয়নি চেঁচামেচি হয়েছে মাত্র।

এই মুহূর্তে সিউড়ি সদর হাসপাতালে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here