ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন? তাহলে নিশ্চয়ই স্ক্রিন গার্ড লাগিয়েছেন ফোনকে সুরক্ষিত রাখতে… কিন্তু জানেন কি সুরক্ষিত করতে গিয়ে এই স্ক্রিন গার্ড উল্টে আপনার ফোনের ক্ষতি করছে।
আমরা অনেকেই ফোনের ডিসপ্লে যাতে অসাবধানতা বশত ভেঙ্গে না যায় তার জন্য এক্সট্রা স্ক্রিন গার্ড লাগিয়ে থাকি। তবে সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে যে, এই স্ক্রিন গার্ড ফোনের ‘টাচ’ নষ্ট করছে। ফোনের স্ক্রিনের তলায় থাকে দুটি সেন্সর, প্রক্সিমিটি এবং অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের সাহায্যে বাইরের আলো অ্যাডজাস্ট হয়। বেশি আলোতে স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বেড়ে যায় যাতে আপনার দেখতে সুবিধা হয়। আবার কম আলোতে স্ক্রিনের ব্রাইটনেস নিজে থেকেই কমে যায়। ফোনের ব্রাইটনেস অ্যাডজাস্ট করাই এর কাজ।
আরও পড়ুনঃ মামলা খারিজ, এক ধাক্কায় ট্রিলিয়ন ডলার কোম্পানির মাইলফলক ছুঁয়ে ফেলল ফেসবুক
অপরদিকে কানে ফোন লাগিয়ে কথা বলার সময় স্ক্রিনের লাইট আপনা আপনি বন্ধ হয়ে যায়। আবার কান থেকে কিছুটা দূরে সরিয়ে নিতে জ্বলে ওঠে লাইট, যা হয়ে থাকে প্রক্সিমিটি সেন্সরের জন্য। ফোনে স্ক্রিন-গার্ড লাগালে এই দুটি সেন্সর বাধাপ্রাপ্ত হয়। যার ফলে অনেক সময় স্ক্রিনের ‘টাচ’ ঠিকমত কাজ করে না।
আরও পড়ুনঃ অবসর নিচ্ছেন আমাজন কর্তা জেফ বেজোস, সম্পদের পরিমান ১৯৭ বিলিয়ন মার্কিন ডলার
অনেক সময় এই স্ক্রিন গার্ড ব্যবহারের কারণে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সরও কাজ করে না। ওই রিপোর্টে বলা হয়েছে স্ক্রিন-গার্ড যদি অতি আবশ্যক লাগাতেই হয় তাহলে অবশ্যই কোনো ব্র্যান্ডেড স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন। আর যদি যেই কোম্পানির ফোন, সেই কোম্পানিরই স্ক্রিন-গার্ড ব্যবহার করা যায় তাহলে ক্ষতি অনেকটা কম হয়। কারণ সেক্ষেত্রে সেন্সর অনুযায়ী স্ক্রিন গার্ড বানানো থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584