নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মুক্তির একদিন পরেই বাংলার সিনেমা হল থেকে বিলীন ‘ভবিষ্যতের ভূত’। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও রাজ্য বিশেষ করে কলকাতার সমস্ত হলেই প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। হলে পৌঁছে টিকিট চাইলে দর্শকদের পরিস্কার উত্তর দিতে চায়নি কোনো হল কর্তৃপক্ষ। তবে অনেক টিকিট কাউন্টার থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছে উপর মহলের নির্দেশেই নাকি ছবির প্রদর্শন বন্ধ।ফলে দর্শক হলমুখী হয়েও হতাশ হয়ে ফিরে আসে। আগে থেকে যারা টিকিট কেটে রেখেছিলেন তাদের পর্যন্ত টিকিট মূল্য ফেরত দেওয়া হয় বলে দাবি দর্শকদের।
হল মালিকরা মুখ খুলতে না চাইলেও প্রথমদিন যারা ছবিটি দেখেছিলেন তাদের মুখ থেকে জানা গেছে যে ছবির বেশ কিছু দৃশ্য ও সংলাপে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড স্থান পেয়েছে। ছবির গল্প ও সংলাপে স্থান পেয়েছে হোক কলরব, চড়াম চড়াম, ভিলেনের মাথায় অক্সিজেন কম যাওয়ার মত বিষয়।
ছবির পরিচালক থেকে শিল্পী প্রত্যকেই ক্ষুব্ধ ছবির প্রদর্শন বন্ধে। (ছবি সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584