ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস

0
84

সুদীপ পাল,বর্ধমানঃ

sculpture of Eco Tourism Park
নিজস্ব চিত্র

দীর্ঘদিন থেকে দাবি উঠছিল এলাকায় গড়ে তোলা হোক ইকো ট্যুরিজম পার্ক।প্রশাসন বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন।অবশেষে সেই ভাবনার বাস্তব রূপায়ন দেখা গেল এ দিন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এই পার্কের শিলান্যাস করলেন। পূর্ব বর্ধমানের জেলাশাসক ছাড়াও কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।একই সাথে ধরসোনা এবং ইটা গ্রামের দুটি হাটেরও উদ্বোধন হয় অনুষ্ঠান মঞ্চ থেকে।প্রসঙ্গত উল্লেখ্য যেখানে এই পার্কটি উদ্বোধন হচ্ছে তার ঠিক পাশেই রয়েছে পূর্ব বর্ধমানের অন্যতম জনপ্রিয় মন্দির মা যোগদ্যার। এলাকাবাসী দীর্ঘদিন থেকেই বলে আসছিলেন, বহু মানুষ এই মন্দির দর্শন করতে আসেন।অনেক সময়ই দর্শনার্থীদের বাইরে অপেক্ষা করতে হয়। তাই যদি এরকম একটি পার্ক করা হয় সেক্ষেত্রে তাঁরা বসার এবং বেড়ানোর জায়গা পাবেন। এই পার্কটিকে ঘিরে এলাকায় গড়ে উঠবে কর্মসংস্থান। সাধারণ মানুষের চিন্তা প্রশাসন ভেবেছে। প্রশাসন এই চিন্তার বাস্তব রূপ দেওয়াতে এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া।
একই সাথে দুটি হাটের উদ্বোধন হওয়াতে সুবিধা হবে কৃষক সমাজের। তার প্রধান কারণ মঙ্গলকোট কিষাণ মান্ডি দূরত্ব এই জায়গা থেকে অনেকখানি। সব সময় কিষাণ মান্ডি যাওয়া চাষিদের পক্ষে সম্ভব হচ্ছিল না। সেখানে ঘরের কাছে এই দুটি হাটের উদ্বোধন হওয়াতে নিয়মিত ব্যবসার সুযোগ আরো বাড়বে বলেই মত চাষীদের। শুধু শিলান্যাস নয় দুঃস্থ বাচ্চাদের হাতে খাবার এবং শীতের পোশাকও তুলে দেওয়া হয় এদিন।

আরও পড়ুন: পথ দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত ফলতা,ঘাতক গাড়িতে আগুন ক্ষিপ্ত জনতার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here