থানায় মহকুমা শাসকের দাদাগিরি,পাল্টা হেনস্থার অভিযোগ

0
140

পিয়ালী দাস, বীরভূমঃ

রামপুরহাট থানায় এসে ক্ষমতা দেখানোর অভিযোগ উঠল রামপুরহাটের মহকুমাশাসক শ্রুতিরঞ্জন মহান্তির বিরুদ্ধে।অন্যদিকে, মহকুমাশাসককে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।দুটি ঘটনার সিসিটিভি ফুটেজই সামনে এসেছে।

সিসিটিভি ফুটেজঃ

শুক্রবার গভীর রাতে রামপুরহাট থানায় আসেন মহকুমাশাসক শ্রুতিরঞ্জন মহান্তি। সূত্রের খবর,থানায় ঢুকেই তিনি আই সি’র খোঁজ করেন।সেই সময় আই সি সন্দীপন চট্টোপাধ্যায় থানায় ছিলেন না।এরপর কর্তব্যরত পুলিশকর্মীদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন মহকুমাশাসক। অভিযোগ,পরে আই সি থানায় এলে তাঁকেও ধমক দেন।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টেবিলে রাখা ফাইল ছুঁড়ে ফেলে দেন তিনি। পুলিশ অফিসারদের দিকে আঙুল তুলে কথা বলেন।

সিসিটিভি ফুটেজে পাওয়া চিত্র।নিজস্ব চিত্র

এদিকে খবর পেয়ে থানায় পৌঁছান এসডিপিও অভিষেক রায়।দুই আধিকারিকের মধ্যে নাকি শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। অভিযোগ,মহকুমা শাসককে থানায় আটকে রেখে পালটা হেনস্থা করেন এসডিপিও।
মহকুমা শাসক শ্রুতিরঞ্জন মহান্তি বলেন,”একাধিক বেআইনি কার্যকলাপ চলছিল।আমি আইসিকে বার বার ডেকে পাঠালেও তিনি আসেননি।তাই থানায় গিয়েছিলাম জানতে। আমাকে হেনস্থা করেছে পুলিশ। আমি জেলা শাসক ম্যাডামকে সব জানিয়েছি।”

জেলাশাসক মৌমিতা গোধারা বসু বলেন, “মহকুমাশাসক থানায় গিয়েছিলেন।একটু বাকবিতণ্ডা হয়।আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি,বিষয়টি দেখছি।”

সূত্রের খবর,পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন মহকুমাশাসক।সেই নিয়ে রামপুরহাটের এসডিপিও অভিষেক রায়ের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই চলছে।

আরও পড়ুনঃ দিনহাটায় দুষ্কৃতীদের গুলিতে জখম এক তৃণমূল কর্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here