অনাবৃষ্টিতে ক্ষতি হয়েছে চাষীদের, ক্ষতিপূরণের দাবীতে লালগোলা বিডিওকে ডেপুটেশনে SDPI

0
36

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আজ অর্থাৎ ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)- এর লালগোলা ব্লকের নেতৃত্বে এক প্রতিনিধি দল অনাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের দাবীতে ব্লক আধিকারিক এর নিকটে তিন দফা দাবি রেখে ডেপুটেশন দেন। আজকের এই প্রতিনিধি ডেপুটেশনে উপস্থিত ছিলেন এসডিপিআই এর ব্লক সভাপতি খাইরুল ইসলাম, উত্তর মুর্শিদাবাদ জেলার ভারপ্রাপ্ত দায়িত্বশীল মহম্মদ জাইসুদ্দিন এবং উপস্থিত ছিলেন রাজ্যে কমিটির অন্যতম সদস্য মহম্মদ সাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক নেতৃত্ববৃন্দ।

নিজস্ব চিত্র

ডেপুটেশন শেষে  এসডিপিআই এর ব্লক সভাপতি খাইরুল ইসলাম সংবাদমাধ্যমের সামনে তিন দফা দাবি সম্পর্কে জানান, “চলতি বছরে নদীয়া, মালদা ও মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় অনাবৃষ্টির ফলে খরার প্রার্দুভাব দেখা গেছে। এর ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট চাষীরা । তাই সরকার কে অতি দ্রুত স্থানীয় প্রসাশনের নির্দেশে এই সমস্ত এলাকায় খরা ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন এলাকায় শুকিয়ে যাওয়া জলাশয়গুলোতে সরকারিভাবে জল দিয়ে ভরাট করে পাট পচনের ব্যবস্থা করতে হবে। তৃতীয় দাবি, এই  অঞ্চলের যতজন  চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারিভাবে তালিকা তৈরি করে জমির অনুপাতে ক্ষতিপূরণ দিতে হবে। ”  তিনি জানান, “বিডিও দাবিগুলি কে যথাযথ ও যৌক্তিক বলে উল্লেখ করেছেন এবং মৌখিকভাবে পরিশ্রুতি দিয়েছেন এই ব্যাপারে একটি সিদ্ধান্তে আসার। ” এছাড়াও ব্লক সভাপতি খাইরুল ইসলাম হুঁশিয়ারি দেন যে, তাঁদের দাবি কার্যকর না হলে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত চাষীদের নিয়ে রাস্তায় বৃহত্তর আন্দোলনে নামবেন। এবং সরকারের তরফ থেকে ইতিবাচক উত্তর না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here