সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অয্যোধ্যায় সাড়ে চারশো বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে উগ্র হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী শক্তি। তৎকালীন সরকারের প্রতিশ্রুতি ছিল বাবরি মসজিদ পুনঃনির্মাণ ও দোষীদের শাস্তি। এই বিষয়ে দীর্ঘ মামলার পর ২০১৯ সালে ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মানের নির্দেশ দেন। এর প্রতিবাদ জানায় সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি অফ ইন্ডিয়া। এরপর থেকেই প্রতি বছর ৬ ডিসেম্বর এসডিপিআই ‘বাবরি মসজিদ পুনঃনির্মাণ ও দোষীদের শাস্তির দাবী’ জানিয়ে কালো দিন হিসাবে পালন করে ও বিভিন্ন কর্মসূচী পালন করে।

সেই অনুযায়ী আজ ৬ ডিসেম্বর গোটা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করে এসডিপিআই (SDPI)। তারই অঙ্গ হিসাবে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ বিধানসভা কমিটির পক্ষ থেকে কাঁকুড়িয়া থেকে ডাকবাংলো পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করে এসডিপিআই। মিছিল শেষে ডাকবাংলায় সামসেরগঞ্জ বিডিও অফিস মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি কৃষক নেতা রাকেশ টিকায়েতের
পথসভায় বক্তব্য রাখেন এসডিপিআই-এর উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন,মিডিয়া ইনচার্য মহাম্মদ রাকিম সেখ, সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি মহাম্মদ নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল বারিক। এছাড়াও উপস্থিত ছিলেন সুতি বিধানসভা কমিটির সভাপতি এস এম সেম্ফুল, ধুলিয়ান টাউন কমিটির অন্যতম নেতা সুকুর্দি সেখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584