মনিরুল হক, কোচবিহারঃ
এটিএমে স্কিমিং ডিভাইস ব্যাবহার করে যাতে দুষ্কৃতিরা টাকা হাতাতে না পারে, সে জন্য কয়েকটি এটিএম পরিদর্শন করলেন তুফানগঞ্জের এসডিপিও মহম্মদ ফারুক চৌধুরী। এদিন তিনি নিজে তুফানগঞ্জ মহকুমার বেশ কয়েকটি এটিএমে গিয়ে কোন স্কিমিং ডিভাইস লাগানো রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি এটিএমগুলির দায়িত্বে থাকা রক্ষীদের সাথেও কথা বলেন।
তুফানগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ ফারুক চৌধুরী বলেন, কিছু দুষ্কৃতি এটিএমে স্কিমিং ডিভাইস ব্যাবহার করে গ্রাহকদের তথ্য চুরি করে এটিএম থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তুফানগঞ্জ মহকুমার কোন এটিএমে এরকম স্কিমিং ডিভাইস লাগানো রয়েছে কিনা তা আমরা সরজমিনে খতিয়ে দেখছি। কেউ কোন এটিএমে এই ধরনের ডিভাইস দেখতে পেলে স্থানীয় থানায় যোগাযোগ করতে আবেদন জানিয়েছে মহকুমার নাগরিকদের কাছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584