নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আগামী ১৫ জুন সামুদ্রিক ফিশিং ও সামুদ্রিক মাছ পাইকারি কেনাবেচার বাজার খুলবে। তা নিয়ে শুক্রবার মহাকুমা প্রশাসনের আলোচনা সভা হল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তবেই খোলা যাবে মৎস্য বন্দর ও সামুদ্রিক মাছের পাইকারি বাজার।
সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে সামুদ্রিক মাছ ফিশিং এবং তার বেচাকেনার কারবার। একে ঘিরেই বিভিন্ন এলাকায় তৈরি হয়েছিল জটিলতা। পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনা,শংকরপুর, শৌলা, পেটুয়াঘাট ছাড়াও বেশ কিছু জায়গায় রয়েছে ছোট-বড় মৎস্য জেটি সহ সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র ।
আরও পড়ুনঃ কাকদ্বীপ, নামখানায় শুরু প্রবল বর্ষন
মূলত এই সমস্ত জায়গায় আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে সামুদ্রিক ফিশিং এবং সামুদ্রিক মাছের কেনাবেচার পাইকারি বাজার। কিন্তু বেঁকে বসেন এলাকার বাসিন্দা সহ মৎস্যজীবী সংগঠনগুলি। এর জেরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে এই সংগঠন। এর সমাধানসূত্র খুঁজতে শুক্রবার মহাকুমার শাসকের নেতৃত্বে মৎস্য দফতর , ট্রলার মালিক সংগঠন ও মৎস্যজীবীদের সংগঠন আলোচনায় বসেন ।
কিন্তু এই আলোচনাতেও রফা সূত্র অমিল। এলাকা ভিত্তিক সংগঠনগুলিকে নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনাতেই মিলতে পারে রফা সূত্র। তাই স্থানীয় স্তরে আলোচনার মাধ্যমে এই মৎস্য বন্দর ও সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র গুলি খোলার ব্যাপারে মত দিল অধিকাংশ সংগঠনগুলি। এখন দেখার স্থানীয় স্তরে আলোচনায় কি উঠে আসে? সেই দিকেই তাকিয়ে মহকুমা প্রশাসন থেকে আপামর মৎস্যজীবী ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584