ইসলামপুরে অবৈধ প্যাথলজি বন্ধ করল মহকুমা প্রশাসন

0
245

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

seal illegal pathology at Islampur | newsfront.co
নিজস্ব চিত্র

গোয়ালপোখরের এক অবৈধ প্যাথলজিক্যাল ল্যাব সিল করে দিলো মহকুমা প্রশাসন।
বুধবার ইসলামপুরের মহকুমা শাসক অলংকৃতা পান্ডের গঠন করা কমিটি গোয়ালপোখর-১ ব্লকের অবৈধ এই প্যাথল্যাবে হানা দিয়ে তা সিল করে দেয়।

seal illegal pathology at Islampur | newsfront.co
নিজস্ব চিত্র

ইসলামপুরের দুই ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুরাধা লামা ও অনামিত্র সোম এবং গোয়ালপোখরের বিডিও অতনু ঘোষ ও গোয়ালপোখর থানার ওসি নিম শেরিং ভুটিয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া এই ল্যাবে হানা দেয়।

জানা গিয়েছে, কমিটি সরেজমিনে তদন্ত শুরু করতেই বেশকিছু ক্ষুব্ধ স্থানীয় জনতা স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচের বিরুদ্ধেও অভিযোগ জানায় বলে অভিযোগ। পাশাপাশি কমিটির প্রতিনিধির জেরায় ল্যাবটি যে বাড়িতে অবস্থিত সেই বাড়ির মালিক জুলফিকার প্রথমে বলেন ল্যাব বন্ধ আছে। ল্যাবের অনুমতি সংক্রান্ত কোনও নথি তাঁরা দেখাতে পারেননি।

এদিকে চিকিৎসক অভিজিৎ সরকার ফেরার। বাড়ির মালিক জুলফিকারকে জমির নথি দেখাতে বললেও কমিটিকে তা দেখাতে পারেনি বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক সেই সময় গোয়ালপোখরের পশ্চিম গতি এলাকার বাসিন্দা মকসুদ হুসেনের ছেলে মনজুর আলম তাঁর ছেলের চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট নিতে লোধন ডায়গনস্টিক সেন্টারে আসলে হানা দেওয়া কমিটির হাতে নাতে ধরা পড়ে যায়। যা থেকে কমিটির সামনে পরিষ্কার হয়ে যায় যে আজকের দিন পর্যন্তও অবৈধভাবে চলছিল ল্যাবটি।

প্রশাসনিক কমিটির উপস্থিতিতেই মনজুর আলমকে রিপোর্ট দিতে না পারায় পরীক্ষা বাবদ দেওয়া ৫০০ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

alankrita pandey | newsfront.co
অলঙ্কৃতা পাণ্ডে, মহকুমাশাসক।নিজস্ব চিত্র

ইসলামপুরের মহকুমা শাসক অলংকৃতা পান্ডে বলেন, গোয়ালপোখরের এই ল্যাবের বিরুদ্ধে স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে আজকে একটি কমিটি সেখানে তদন্ত করে ওই সেন্টার সিল করে দিয়েছে। প্যাথল্যাবটি অবৈধভাবে চলছিল।

আরও পড়ুনঃ পৃথক রাজ্যের দাবীতে ভুমিপুত্র ঐক্য মঞ্চের বিক্ষোভ কোচবিহারে

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফেও ল্যাব বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু আজকেও ল্যাবটি চলছিল বলে কমিটির নজরে এসেছে। ওই ল্যাবটিতে আরও অনেককিছু অবৈধ চলছিল বলে আমাদের তদন্তে উঠে এসেছে। এছাড়াও রেসিডেন্সিয়াল ল্যান্ডে কমার্শিয়াল ইউস হচ্ছিল। তদন্তে কোনও অভিযোগ পাওয়া গেলে বিএমওএইচের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। কমিটি তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here