Kolkata Metro: শুরু ফুলবাগান-শিয়ালদহ ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান, লক্ষ্য কালিপুজোয় যাত্রী পরিষেবা শুরু করার

0
60

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচলের ট্রায়াল রান শুরু হলো শনিবার। এই দিন ফুলবাগান থেকে শিয়ালদহের মধ্যে ট্রায়াল রান করানো হল। মেট্রো কর্তাদের কথায় সবকিছু ঠিক মতো এগোলে এ বছর কালীপুজোয় ফুলবাগান থেকে শিয়ালদহের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু করা যাবে।

Kolkata Metro
নিজস্ব চিত্র

আর যদি কোন কারণে তা শুরু করা না যায় তাহলে তাদের পরিকল্পনা অনুযায়ী পরিষেবা শুরু করা যাবে ২৫ ডিসেম্বরের মধ্যে।সেক্ষেত্রে সরাসরি ইস্ট ওয়েস্ট মেট্রোতেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে যাতায়াত করা যাবে৷ উল্লেখ্য গত বছর ফেব্রুয়ারি মাসেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিেষবা শুরু হয়েছিল।

ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রতিটি স্টেশনেই থাকবে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর৷ শিয়ালদহ স্টেশনেও প্রতিটি প্ল্যাটফর্মে ২৪টি করে স্ক্রিন ডোর থাকছে৷ মেট্রোর দরজার সঙ্গেই প্ল্যাটফর্মের উপরে এই কাচের দরজাগুলি খুলবে- বন্ধ হবে।

আরও পড়ুনঃ ‘কের পুজো’ উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট তৃণমূল সুপ্রিমো থেকে দলীয় নেতাদের

মেট্রো কর্তাদের অনুমান, পরিষেবা শুরু হলে দিনের ব্যস্ত সময়ে ঘণ্টায় চল্লিশ হাজার যাত্রীর চাপ সামলাতে হবে শিয়ালদহ স্টেশনে৷ সেকথা মাথায় রেখে শিয়ালদহে স্টেশনে প্ল্যাটফর্মের দু’ দিক থেকেই একসঙ্গে ট্রেনে ওঠানামা করতে পারবেন যাত্রীরা এমন ব্যবস্থা করা হয়েছে।যাত্রীদের সুবিধার জন্য থাকছে ১৮টি এসক্যালেটর, ৫ টি লিফট এবং স্টেশেনর ভিতরে ও বাইরে মিলিয়ে মোট ১৬টি সিঁড়ি৷

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, দার্জিলিং-কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সর্তকতা

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ থেকে ফুলবাগানের দূরত্ব প্রায় দেড় থেকে দুই কিলোমিটার৷ শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত মাটির নীচ দিয়েই যাত্রী নিয়ে ঘণ্টায় প্রায় আশি কিলোমিটার গতিবেগে ছুটবে মেট্রো৷ ফলে শিয়ালদহ থেকে ফুলবাগান পৌঁছতে সময় লাগবে প্রায় দুমিনিট। শনিবার থেকে শুরু হল ট্রায়াল রান৷ এর পর নিরাপত্তা সংক্রান্ত যেসব মানদন্ড রয়েছে রেল বোর্ডের সেগুলি পূরণ করা সম্ভব হলেই ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশে যাত্রী পরিষেবার অনুমতি পাওয়া যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here